খবরাখবর

পঞ্চগড় ২৮ অক্টোবরের হামলায় জড়িতদের বিচার দাবি জামায়াতের সমাবেশ

পঞ্চগড় প্রতিনিধি: ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় জড়িতদের বিচারের দাবি ও শহীদদের স্মরণে পঞ্চগড়ে জামায়াতের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বিকেলে পঞ্চগড় শের-ই-বাংলা পার্কের মুক্ত মঞ্চে এই সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী পঞ্চগড় জেলা শাখা।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মফিজ উদ্দীন, সেক্রেটারি দেলোয়ার হোসাইন, জেলা তারবিয়াত সেক্রেটারি শাহিদ আল ইসলামসহ জামায়াতের বিভিন্ন স্তরের নেতারা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর আওয়ামী সন্ত্রাসীদের হামলায় শহীদদের বিচারের দাবিতে মামলা করা হলেও সেটি খারিজ করে দেয়া হয়। আওয়ামীলীগ সরকারের সময়কাল ছিলো বাংলাদেশে মানুষকে নির্যাতনের সময়কাল।

এ সময় তারা জামায়াত শিবিরের নেতাকর্মীদের অমানবিক নির্যাতন ও তাদের নামে একের পর এক মামলা দিয়ে হয়রানি করেছে। জামায়াতের কেন্দ্রীয় নেতাদের সাজানো মামলায় ফাঁসি দিয়েছে। তাই এখন সময় এসেছে প্রতিটি নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করার।

২৮ অক্টোবর হামলার সাথে যারা জড়িত ছিলো তাদের কাউকেই ছাড় দেয়া হবে না। তাদের বিচারের মুখোমুখি করা হবে। পরে ২৮ অক্টোবরসহ গণতান্ত্রিক আন্দোলনে জামায়াত শিবির ও ছাত্র জনতাসহ যারা শহীদ হয়েছেন তাদের আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button