হাসিনার প্রেতাত্তাদের সাথে কেউ সম্পর্ক রাখলে কঠিন ব্যবস্থা নেয়া হবে: মীর হেলাল
সুমন পল্লব, হাটহাজারী প্রতিনিধি: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) ব্যারিস্টার মীর মো.হেলাল উদ্দিন বলেছেন, “গত ৫ই আগস্ট এ দেশ আবার স্বাধীন হয়েছে।
শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। কিন্তু তার প্রেতাত্তারা এখনো এ দেশে রয়ে গেছে। আমি পরিস্কারভাবে বলতে চাই, শুধু হাসিনা না,তার কোনো প্রেতাত্তার স্থান এ দেশে হবে না। সেটা হাসিনা হোক বা তার পরিবারের সদস্য হোক, দলের নেতাকর্মী যেই হোক তাদেরকে পাপের প্রায়শ্চিত্ত করতে হবে এবং সকলকে বিচারের আওতায় আনতে হবে।”
রোববার (২৭ অক্টোবর) পৌরসভার বাস স্টেশন এলাকায় জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে উপজেলা যুবদল ও পৌর যুবদলের আয়োজনে ফ্রি চিকিৎসা সেবা কর্মসূচী অনুষ্ঠানের আলোচনা সভায় ভার্চুয়ালি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
এসময় তিনি আরো বলেন, “আমাদের দলের ভেতরের কেউ যদি শেখ হাসিনার প্রেতাত্তাদের কারো সাথে সম্পর্ক রেখে থাকে তবে তাদের ব্যাপারেও দল কঠিন থেকে কঠিন ব্যবস্থা নেয়া হবে।”
উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুরুল কবির তালুকদারের সঞ্চালনায এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হাটহাজারী পৌরসভা বিএনপির আহবায়ক ও চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আলহাজ্ব জাকের হোসেন।
বিশেষ অতিথি ছিলেন, হাটহাজারী উপজেলা বিএনপির সদস্য সচিব মো. গিয়াসউদ্দিন (সাবেক চেয়ারম্যান), পৌরসভা বিএনপি সিনিয়র যুগ্ম আহবায়ক মো. আব্দুল শুক্কুর, উপজেলা বিএনপির সদস্য মোহাম্মদ আলম, পৌরসভা বিএনপির সদস্য সচিব মো. অহিদুল আলম।
পৌরসভা বিএনপির যুগ্ন আহবায়ক শাহেদুল আজম শাহেদ। হেলাল, এমরান, শিমুল, কামাল, কাজী এরশাদ, আসাদুজ্জামান রিপন,সৈয়দ মেম্বার সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় তারা বলেন, জাতীয়তাবাদী যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন করতে আজকে এ আয়োজন করা হয়েছে। বিএনপি জনগণের দল তারা জনগণের সেবায় নিয়োজিত ছিলো এখনো আছে ভবিষ্যতেও থাকবে।
চিকিৎসা সেবা পাওয়া ব্যক্তিরা তাদের এই আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন। তারা বলেন রাজনীতি মানুষের কল্যানের জন্য। তাদের এই ধরনের মহতি উদ্যোগ চলমান থাকুক সেই দোয়া রইলো।
এছাড়াও ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড যুবদলের উদ্যোগে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।