রাউজানে বাসের ধাক্কায় কলেজ শিক্ষার্থীর মৃত্যু, শিক্ষার্থীদের সড়ক অবরোধ
আমির হামজা, রাউজান: চট্টগ্রামের রাউজানে বাসের ধাক্কায় মো. সাব্বির উদ্দিন (১৭) নামের এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল ১১টার দিকে চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়কে এই ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী রাউজান সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী এবং ৭নম্বর রাউজান সদর ইউনিয়নের জারুলতলা গ্রামের তাজ মোহাম্মদ চৌধুরী বাড়ির মো. নাজিম উদ্দিনের ছেলে।
এই ঘটনার পরপর চট্টগ্রাম-রাঙ্গামাটি মহাসড়ক অবরোধ করে কলেজের শিক্ষার্থীরা। দুপুর ২টা পর্যন্ত সড়কের চলাচলকারী বাস গুলো আটকে রাখেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা বলেন, আমাদের একজন সহপাঠী আজ দূর্ঘটনায় মারা গেছে। সড়ক পার হতে গিয়ে ঘাতক বাস চালক তাকে মেরে দেয়৷ মাথায় আঘাত লেগে তার মৃত্যু হয়। আগামী ২৪ ঘন্টার মধ্যে যদি ঘাতক বাস চালাককে গ্রেপ্তার করা না হয় আমরা কঠোর আন্দোলনে যাবো।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার পরে উদ্ধার করে প্রথমে গহিরা জে.কে মেমোরিয়াল হাসপাতালে পাঠান হয়। পরে তার অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রাউজান হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক (এস আই) সিরাজুল ইসলাম ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যায়। বাসটি আটক হলেও, চালক পালিয়েছে। আমরা চালককে গ্রেপ্তারের চেষ্টা করছি।
বাংলাদেশ সেনাবাহিনীর উপস্থিতিতে শিক্ষার্থীদের সাথে সমাঝোতা করা হয়েছে। তারা আগামী ২৪ ঘন্টার ভিতর ব্যবস্থা গ্রহণের দাবী দিয়ে সড়কের অবরোধ তুলে নেন।
রাউজানে ডোবা থেকে লাশ উদ্ধার
চট্টগ্রামের রাউজানে নিখোঁজের পাঁচদিন পর মুহাম্মদ আজম খান (৫২) নামের এক ব্যক্তির গলিত লাশ আবর্জনার ডোবা থেকে উদ্ধার করে রাউজান থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলার উরকিরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মইশকরম এলাকা থেকে পুলিশ অর্ধ গলিত লাশটি উদ্ধার করেন।
এরপর লাশের সুরতহাল প্রতিবেদন করে ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত ব্যক্তি স্থানীয় জিয়া বাজার এলাকার নুর বক্সের ছেলে।
নিহতর স্ত্রী লাকি আকতার বলেন, গত শনিবার তাঁর মুঠোফোনে কল করে এক ব্যক্তি তাঁর স্বামী ফেনির একটি হাসপাতালে ভর্তি আছে বলে জানান এবং সেখানে যেতে বলেন। পরে ওই ফোন নম্বর বন্ধ পাওয়া যায়। এরপর তাঁরা আর সেখানে যাননি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি পর মঙ্গলবার ডোবাতে তার লাশ পাওয়া যাই।
এ ব্যাপারে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, নিহত ব্যক্তির লাশটি অর্ধ গলিত। যাঁর কারণে আঘাতের চিহ্ন শনাক্ত করা যায়নি। লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন অনুযায়ী পরবর্তিতে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।