খবরাখবর

রাঙ্গুনিয়ার জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান

রাঙ্গুনিয়া সংবাদদাতা: রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের ঐতিহ্যবাহী জামেয়া নঈমীয়া তৈয়্যবিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা ও হেফজখানার ৫০ বর্ষপূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান মাদ্রাসা মাঠে বৃহস্পতিবার (৩১ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে৷

এদিন সাবেক-বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে সকালবেলার প্রাত্যহিক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। র‍্যালিটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়ে কাপ্তাই সড়কের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে শেষ হয়।

পরে মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য হাফেজ ক্বারী মাওলানা মুহাম্মদ নঈম উদ্দিন নঈমী আল মাইজভান্ডারী। প্রধান অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদতাসার অধ্যক্ষ আল্লামা হাফেজ ক্বাযী আবদুল আলিম রেজভী। ৫০ বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন পরিষদের আহবায়ক মাওলানা আহমদ আলী নঈমী।

শিক্ষক নজরুল ইসলাম ও কাজী মামুনুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আল্লামা আবুল ফরাহ মুহাম্মদ ফরিদ উদ্দিন, প্রফেসর ড. মুহাম্মদ ইলিয়াছ সিদ্দিকী, শেখ মুজিবুর রহমান, প্রফেসর দবীর উদ্দিন খান, ড. নূ. ক. ম আকবর হোসেন, প্রফেসর মুহাম্মদ নাজিম উদ্দিন, মীর মুহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী, ড. মুহাম্মদ নাছের উদ্দিন তৈয়্যবী, মুহাম্মদ সেলিম উদ্দিন, মুহাম্মদ হোসাইন আহম্মদ, মাওলানা মুফতি শাহ আলম আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মারফতুন্নুর আলকাদেরী, মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম আলকাদেরী, প্রফেসর মুহাম্মদ নাছিম উদ্দিন কাউছার, মাওলানা মুহাম্মদ নাছের উদ্দিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মুশতাক আহম্মদ আলকাদেরী, মাওলানা মুহাম্মদ মুফিজ উদ্দিন আলকাদেরী, মাওলানা মুহাম্মদ ইলিয়াছ নূরী, মাওলানা সৈয়্যদ গোলাম কিবরিয়া আলকাদেরী, মাওলানা মুহাম্মদ আবদুল মাবুদ আলকাদেরী, মাদ্রাসার ছাত্র ঐক্য পরিষদের সভাপতি মোহাম্মদ ইমরান প্রমুখ।

মাদ্রাসার উন্নয়নে এবং প্রাক্তন শিক্ষার্থীদের ভবিষ্যতেও সুসংগঠিত রাখতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। শেষে র‍্যাফেল ড্র এর মাধ্যমে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।

এছাড়া অতিথিদের মাঝে সম্মাননা স্মারক দেয়া হয়। শেষে মিলাদ, ক্বিয়াম ও মোনাজাতের মাধ্যমে বিশেষ দোয়া করা হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button