কবিতা
দেশকে ভালোবাসি | মুহাম্মদ মাসুদ রানা
মুহাম্মদ মাসুদ রানা:
দেশটা আমার ভীষণ প্রিয়
দেশকে বাসি ভালো
সবুজ-শ্যামল শস্য ভরা
চন্দ্র-সূর্যের আলো।
রাত পেরিয়ে দিন এসে যায়
দিন পেরিয়ে সন্ধ্যা
ক্ষণে ক্ষণে প্রতিটি রূপ
স্বরূপে নেই মন্দা।
নদীর ধারে বসে আমি
দেখি বাংলার রূপ
সেই রূপেতে যায় হারিয়ে
আমি ভীষণ খুব।
লাল-সবুজের রং তুলিতে
আঁকবো দেশের ছবি
দেশকে নিয়ে লিখতাম কাব্য
যদি হতাম কবি!
সোনার দেশের সোনার কৃষক
ফসল ফলায় বেশ
তাদের উপর ভর করিয়া
আগায় যাচ্ছে দেশ।
Please follow and like us: