বেনাপোলে বেতনা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমান কোকেন ও হিরোইন উদ্ধার
সোহাগ হোসেন, বেনাপোল: যশোর ৪৯ বিজিবির টহলদল কর্তৃক বেতনা এক্সপ্রেস ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২.৭৬০ কেজি কোকেন এবং ১.৬৯২ কেজি হেরোইন আটক করেছে।
রবিবার(৩নভেম্বর) বিকালে ৪৯ বিজিবির অধিনায়ক লে কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী ও উপ অধিনায়ক মেজর ফারজিন ফাহিম এর নির্দেশে বিজিবির একটি টহল দল বেতনা এক্সপ্রেস ট্রেনে অভিযান চালিয়ে কোকেন ও হিরোইন এর চালান টি আটক করেন।
যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবি এর অধিনায়ক, লেঃ কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী, এসপিসি, পিএসসি জানান, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র আভিযানিক কর্মকাণ্ড অংশ হিসেবে দীর্ঘদিন যাবত মাদক ও চোরাচালান মালামাল আটকের ক্ষেত্রে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে।
এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি চৌকশ টহলদল কর্তৃক বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চালাচালরত বেতনা এক্সপ্রেস ট্রেন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়।
উক্ত তল্লাশি অভিযান পরিচালনাকালীন ট্রেনের ভেতর সন্দেহভাজন ০১টি ব্যাগ তল্লাশি করে ব্যাগের মধ্যে হতে ১,৩৮,০০,০০০/- টাকা মূল্যের ২.৭৬০ কেজি কোকেন এবং ৩৩,৮৪,০০০/- টাকা মূল্যের ১.৬৯২ কেজি হেরোইন মাদকদ্রব্য উদ্ধার করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে উক্ত ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি। যার আনুমানিক সর্বমোট সিজার মূল্য ১,৭১,৮৪,০০০/- (এক কোটি একাত্তর লক্ষ চুরাশি হাজার) টাকা মাত্র।
আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য ধ্বংস করার নিমিত্তে অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।