পটুয়াখালীতে শালিশ বৈঠকে জমি না দেয়ায় মারধর,পানিতে চুবানোয় বৃদ্ধার মৃত্যু
মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী: পটুয়াখালীর দশমিনায় জমিজমা সংক্রান্ত বিষয় বলে য়ে স্থানীয় শালিশ বৈঠকে নুরুল ইসলাম নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
গত রোববার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে দশমিনা উপজেলার দক্ষিণ আদমপুরা গ্রামে এ অনাকাঙ্খিত ঘটনাটি ঘটে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন দশমিনা থানার ওসি আবদুল আলিম।
পুলিশ সূত্রে জানাযায়, নুরুল ইসলামের ছেলে মো. শাহজাহান দীর্ঘদিন ধরে বাড়ি করার জন্য জমি চেয়ে আসছিল পিতার কাছে। কিন্তু জমি না দেয়ায় ছেলে শাহজাহান স্থানীয় ৪-৫ জন সালিসদারের কাছে অভিযোগ করেন। রোববার স্থানীয় ইউপি মেম্বার মো. সোহাগ, স্থানীয় রহিম বেপারী, কাইয়ুম গাজী, ইয়াকুব আলী গাজী সালিসিতে বসেন।
এ সময় সালিসকারীরা শাহজাহানকে জমি দিতে বলেন। তবে এতে অপরাগতা প্রকাশ করেন শাহজাহানের বাবা নুরুল ইসলাম। এ সময় সালিসকারীরা সবাই মিলে নুরুল ইসলামকে চড়থাপ্পর মেরে পাশের খালে পানিতে চুবিয়ে রাখেন কিছুক্ষণ।
এ সময় নুরুল ইসলাম গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক তাকে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক দুপুর সোয়া বারোটার দিকে তাকে মৃত্য বলে ঘোষণা করেন।
উক্ত বিষয়টি নিয়ে দশমিনা থানার ওসি আবদুল আলিম দৈনিক বাংলাদেশ কন্ঠকে বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।