খবরাখবর

রাউজানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

রাউজান: স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষাসহ দেশের বিরুদ্ধে সকল ষড়যন্ত্র মোকাবেলা ও গণতন্ত্রের সঠিক চর্চা করে মানুষের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মূলমন্ত্রকে রক্ষা করতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

(৭নভেম্বর) বৃহস্পতিবার বিকেলে রাউজান উপজেলা সদরের জলিলনগরে দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

  • সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম কিংসের চেয়ারম্যান ক্রীড়াবিদ সামির কাদের চৌধুরী।
    তিনি বলেন, ‘নানা রকম ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের বিচার আপনারাই করবেন। এই দেশে এখনো শেখ হাসিনা ফজলে করিম চৌধুরীর দালাল ও কুকুররা দৌঁড়াচ্ছে। এই দালাল ও কুকুরদের রাউজানের মাটিতে জায়গা দিবেন না, আমরাও দিবো না। আমরা আমাদের দেশ নেতা তারেক রহমানকে প্রমাণ করিয়ে দেখাবো বিএনপি ও রাউজানবাসীর সম্পর্ক কী আছে। এই দায়িত্বে আমাদের এক সাথে করতে হবে।

বৃহস্পতিবার (৭ই নভেম্বর) রাউজান জলিল নগরে উপজেলা ও পৌরসভা বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু জাফর চৌধুরী। উত্তর জেলা স্বেচ্ছাসেবকদলের সিনিয়র যুগ্ন আহবায়ক নুরুল ইসলাম বাবুল।

উত্তর জেলা যুবদলের যোগাযোগ সম্পাদক সৈয়দ মো. তৌহিদুল আলম ও উত্তর জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খাঁনের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন রাউজান উপজেলা বিএনপির আহবায়ক নুরুল হুদা চেয়ারম্যান, সদস্য সচিব ফিরোজ আহমদ, রাউজান পৌর বিএনপির সাবেক সদস্য সচিব সৈয়দ মঞ্জুরুল হক, চট্টগ্রাম উত্তরজেলা বিএনপির সাবেক সদস্য ও সাবেক পৌর কাউন্সিলর রেজাউল রহিম আজম, উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি সাবের সুলতান কাজল।

উপজেলা বিএনপির সদস্য মহিউদ্দিন জীবন, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, উত্তর জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক ইউসুফ তালুকদার, পৌর বিএনপি নেতা মো.শাহেদ, উত্তর জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মাসুদ আলম, শ্রমিকদল নেতা দিদার তালুকদার, সহ-সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী, সহ সভাপতি মোজাম্মেল হক, গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাইদ বিন আমান রানা, উপজেলা যুবদলের সদস্য সচিব ইশতিয়াখ চৌধুরী অভি, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিক একরাম মিয়া।

পৌর যুবদলের সদস্য সচিব এম. শাহাজান সাহিল, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক মো. জানে আলম, মুসা মিয়া মেম্বার, উত্তর জেলা যুবদলের সহ মৎস্য বিষয়ক সম্পাদক নিজাম উদ্দিন সুজন, পৌর সেচ্ছসেবকদলের আহবায়ক শাহাদাত মির্জা।

উত্তর জেলা ছাত্রদলের সহ-সভাপতি মো.তসলিম উদ্দিন, ছাত্রদল নেতা ছোটন আজম, সাবেক রাউজান কলেজ ছাত্রদল নেতা মো.রবিউল, যুবদল নেতা মো.শাহ আলম, শহীদ চৌধুরী, শ্রমিক দলনেতা রফিকুল ইসলাম, যুবদল নেতা শাহেদুল আলম, জসিম মেম্বার, সাইফুদ্দিন রিবন, মো.আলী, সাবেক ছাত্রদল নেতা পেয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, আবু বক্কর সিদ্দিক, আরমান তালুকদার শাকিল, ওমা.ওমর ফারুক, আবদুল মান্নান মনি, হাফিজুর রহমান, লিমন চৌধুরী বাপ্পা, মো.রুমান।

সভায় উপজেলার পৌর এলাকা ও ইউনিয়ন থেকে মিছিল সহকারে যোগ দেন দলীয় নেতাকর্মীরা।

এর আগে সকালে রাঙ্গুনিয়ায় অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রথম সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা ও পৌরসভা ছাত্রদলের নেতৃবৃন্দ।

Please follow and like us:

Related Articles

Back to top button