হাটহাজারীতে কিশোর গ্যাং-ইভটিজিং ও মাদকবিরোধী সভা
সুমন পল্লব, স্টাফ রিপোর্টার: চট্টগ্রামের হাটহাজারী পৌরসদরস্ত কামাল পাড়া যুব সংঘের কিশোর গ্যাং, ইভটিজিংও মাদকবিরোধী সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় কামাল যুবসংঘ ও এলাকায় আয়েজনে অত্র সংগঠনের হলরুমে সাইফ মোর্শেদ ও মোঃ রায়হানের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন মোহাম্মদ ওসমান গনি।
এতে প্রধান হিসেবে বক্ত্বব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতিও ব্যাংকার এম এ মান্নান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,পৌর কাচারী বনিক সমিতি সাধারণ সম্পাদক ও সংগঠনের সাবেক সভাপতি রেজাউল করিম বাবু, সাবেক সাধারণ সম্পাদক ও সমাজ প্রধান মফিজুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ফারুক মিয়া, সাবেক সাধারণ সম্পাদক মোঃ ইউছুপ।
হেফাজত ইসলামের হাটহাজারী উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা ইমরান শিকদার, হাটহাজারী মডেল থানার এসআই ইমরান ভাই বক্তব্য রাখেন, এলাকার মুরুব্বি জনাব মোঃ জাহাঙ্গীর আলম ও উজ্জ্বল সেন কামাল পাড়া যুব সংঘের সম্মানিত সিনিয়র সদস্য মোঃ জসিম উদ্দীন,কামাল পাড়া যুব সংঘের সম্মানিত সিনিয়র সদস্য মোঃ নাছির উদ্দিন ও কামাল পাড়া যুব সংঘের প্রতিষ্ঠাতা সদস্যরা।
এসময় বক্তরা বলেন, মাদক, ইভটিজিং, কিশোর গ্যাং বর্তমানে ভয়াবহ রুপ নিয়েছে।এর থেকে পরিত্রান পেতে হলে, এলাকায় প্রতিটি অভিভাবকের অনুরোধ সন্ধ্যার পর আপনার সন্তানকে বাইরে বের হতে দেবেন না।সেই সাথে সংগঠনেী সদস্যারা একটি কমিটি করে প্রতিদিন দুই শিফটে টহলের ব্যবস্থা করতে হবে।