খবরাখবর

পুনর্গঠিত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদে প্রথম নারী চেয়ারম্যান

খাগড়াছড়ি প্রতিনিধি: অবশেষে নানা জল্পনাকল্পনার অবসান ঘটিয়ে পুনর্গঠিত নতুন অন্তবর্তী খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন জিরুনা ত্রিপুরা।

পরিষদ গঠনের পর এবারই প্রথমবারের মতো নারী চেয়ারম্যান পেল খাগড়াছড়ি।

এটি খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের দশম অন্তবর্তী পরিষদ।

গত বৃহষ্পতিবার (৭ নভেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম স্বাক্ষরিত প্রজ্ঞাপন থেকে এ তথ্য জানা যায়।

একই সঙ্গে প্রজ্ঞাপনে বিদায়ী অন্তবর্তী পরিষদ বাতিল করা হয়।

এছাড়া অন্তবর্তীকালীন পরিষদে বিভিন্ন জাতিগোষ্ঠীর ৪জনকে সদস্য করা হয়েছে।

রাজনৈতিক নিয়োগের বাইরে এই প্রথমবার গঠিত পরিষদের প্রত্যেকে নতুন মুখ।

অন্তবর্তী পরিষদে ১৪ জন সদস্য হলেন, বঙ্গমিত্র চাকমা, অনিময় চাকমা, নিটোল মনি চাকমা, কংজপ্রু মারমা, কুমার সুইচিংপ্রু সাইন, সাথোয়াই প্রু চৌধুরী, ধনেশ্বর ত্রিপুরা, শেফালিকা ত্রিপুরা, প্রশান্ত কুমার ত্রিপুরা, মো: শহিদুল ইসলাম,  আবদুল লতিফ, মো: মাহবুবুল আলম, জয়া ত্রিপুরা ও অ্যাডভোকেট মনজিলা সুলতানা।

প্রজ্ঞাপন সূত্রে জানা যায়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আইন, ১৯৮৯ ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ১৯৯৭ এর ১৬ক। (৪) উপধারা এবং খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ(সংশোধন) আইন, ২০১৪ এর ২(২) উপধারার প্রদত্ত ক্ষমতাবলে অন্তর্বর্তী পরিষদ গঠন করা হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button