খবরাখবর

রাঙামাটি জোনের অভিযানে দেশীয় অস্ত্রসহ গোলাবারুদ উদ্ধার : গ্রেফতার-৪

স্টাফ রিপোর্টার: গত শুক্রবার ০৮ নভেম্বর-২০২৪ তারিখ সন্ধ্যা সাড়ের ৬ টায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মেজর ইমরান আল জিহাদ এর নেতৃত্বে একটি পেট্রোল রাবার বাগান আর্মি ক্যাম্প হতে রাউজান এলাকায় গমন করে।

উক্ত এলাকার পূর্ব রাউজান (বর্গ-৯৭৯৩) হতে মো. ইউসুফ ইসলাম (৩৫) এর নিজ বাড়ি তল্লাশী করে ০১টি দেশীয় অস্ত্র এবং ০৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায়, গত ০৫ আগস্ট-২০২৪ তারিখ স্থানীয় আওয়ামীলীগ নেতা অস্ত্রটি তার নিকট রেখে যায়।

তার পর আভিযানিক দল এবং রাউজান থানা পুলিশ এর একটি দল সহ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। ব্যাপক জিজ্ঞাসাবাদে আভিযানিক দল কর্তৃক ইউসুফসহ আরো ০৩ জন সহযোগীকে আটক করে।

পরবর্তীতে উদ্ধারকৃত অস্ত্র গোলাবারুদ এবং আসামী (১) মো. ইউসুফ ইসলাম (৩৫), পিতাঃ মো. ইউসুফ, গ্রামঃ পূর্ব রাউজান, পোঃ জয়নগর, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম (২) মো. মনসুর (৫০), পিতাঃ আবুল কাশেম, গ্রামঃ চৌধুরী পাড়া, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম (৩) মো. হেলাল উদ্দিন (৩৮), পিতাঃ মোঃ শফি, গ্রামঃ পশ্চিম রাউজান, পোঃ ফকির টকিয়া, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রাম (৪) মো. আলাউদ্দিন (৩৯), পিাতাঃ মো. ইসমাইল, গ্রামঃ পশ্চিম রাউজান, পোঃ ফকির টকিয়া, থানাঃ রাউজান, জেলাঃ চট্টগ্রামদেরকে রাউজান থানায় হস্তান্তর করা হয়।

রাঙামাটি জোনের দায়িত্বপূর্ণ এলাকার শান্তি বজায় রাখতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান জোন কর্তৃপক্ষ ।

Please follow and like us:

Related Articles

Back to top button