খবরাখবর

সিরাজগঞ্জে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা:অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময়সভা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অন্তর্ভুক্তিমূলক শিক্ষা: অংশীজনের প্রত্যাশা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।  জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি)র আয়োজনে এবং গণসাক্ষরতা অভিযানের সহযোগিতায় আশা প্রজেক্টের আওতায়-

বুধবার (১৩ নভেম্বর-২০২৪) সকাল ১০টায় জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ, এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে  উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন , জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

এ অনুষ্ঠানের সভাপতিত্ব করেন  অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার, সহকারী কমিশনা মোঃ ফজলে রাব্বি ।

উক্ত  সভায় অতিথিদের পাশাপাশি বক্তব্য রাখেন, জেলা শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, উপজেলা শিক্ষা কর্মকর্তা, রায়গঞ্জ মোঃ আপেল মাহমুদ,সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা, রায়গঞ্জ সহকারি উপজেলা অফিসার আব্দুস সবুর, কোনাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম, খাতুনে জান্নাত মহিলা দাখিল মাদরাসা, সিরাজগঞ্জ এর সুপার মোঃ শহিদুল ইসলাম, পাঙ্গাসী লায়লা মিজান স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক রনজিত কুমার সেন, প্রতিবন্ধী সংস্থার প্রতিনিধি শারীরিক প্রতিবন্ধী মোঃ আব্বাস উদ্দিন সহ আরো অনেকেই বক্তব্যে রাখেন। সভায় প্রেজেন্টেশন উপস্থাপন এবং বিস্তারিত আলোচনা করেন গণসাক্ষরতা অভিযানের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রউফ।  সভাটি পরিচালনা করেন, উপ-পরিচালক (এমএন্ডই বিভাগ) এনডিপি ও উক্ত প্রজেক্টের ফোকাল পারসন কাজী মাসুদুজ্জামান। সভায় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলার বিভিন্ন স্কুল কলেজের প্রভাষক, শিক্ষক মন্ডলী, বেসরকারী সংস্থার প্রতিনিধি বৃন্দ, এনডিপি শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষিকা বৃন্দ, স্কুল কলেজের

অভিভাবক, কমিটির সদস্য,  আধিবাসী জনগোষ্ঠীর প্রতিনিধি, কমিউনিটি এডুকেশন ওয়াচ গ্রুপের সভাপতি/ সদস্য বৃন্দ, কলেজের ছাত্র-ছাত্রী, সাংবাদিক,  সুশীল সমাজের প্রতিনিধি সহ ৭৫ জন অংশগ্রহণ করেন।

মতিনিময় সভাটি যথাযথ ভাবে সফল করার জন্য সার্বিক ভাবে সহযোগিতা করেন এনডিপির প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসুচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। বক্তাগণ এসডিজি ফোর অর্জন করতে হলে বা মানসম্মত শিক্ষা অর্জন করতে হলে কোন সম্প্রদায়কে বা পিছিয়ে পড়া জনগোষ্টীকে বাদ দিয়ে তা অর্জন করা সম্ভব নয়। তাই প্রতিবন্ধী সহ পিছিয়ে পড়া জনগোষ্টীকে শিক্ষার সাথে সম্পৃক্ততা নিশ্চিত করার জন্য সকলে নিজ নিজ জায়গা থেকে এগিয়ে আসার জন্য প্রধান অতিথি সহ উপস্থিত অতিথি গণ আহব্বান করেন। পরিশেষে এনডিপি ও গণসাক্ষরতা অভিযান এর বাস্তবায়িত আশা প্রজেক্টের এই কার্যক্রমের প্রশংসা করেন।

Please follow and like us:

Related Articles

Back to top button