স্বাস্থ্য

পটুয়াখালীতে এইচপিভি ভেক্সিনেশন ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত।

মু,হেলাল আহম্মেদ(রিপন),পটুয়াখালী: পটুয়াখালীতে এইচপিভি ভেক্সিনেশন ফিডব্যাক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে আজ।

আন্তর্জাতিক দাতা সংস্থা জাতিসংঘ শিশু তহবিল (ইউনিসেফ) এর সহযোগিতায়, জেলা তথ্য অফিসের তত্বাবধায়নে ও পটুয়াখালী ইয়ুথ ফোরামের আয়োজনে বৃহস্পতিবার সকাল ১০টায় জেলা পরিবার পরিকল্পনা কার্যালয় সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

পটুয়াখালী ইয়ুথ ফোরামের নির্বাহী পরিচালক মোঃ জহিরুল ইসলামের সঞ্চালনায় কর্মশালায় বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার অনিমেষ চন্দ্র হালাদার, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. ভুপেন চন্দ্র মন্ডল, ডাব্লুএইচও প্রতিনিধি ডা. আবদুর রহমান, সাংবাদিক খোকন হাওলাদার, আবদুস সালাম আরিফ, ইসরাত লিটন, মোস্তাফিজুর রহমান মোস্তাক, স্থানীয় দৈনিক গণদাবী পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া প্রমুখ।

কর্মশালায় এইচপিভি ভেক্সিনেশনের গুরুত্ব গণমাধ্যমে তুলে ধরার জন্য অনুরোধ জানান বক্তারা।

Please follow and like us:

Related Articles

Back to top button