খবরাখবর

সাতকানিয়ায় বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম: কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন বলেছেন, স্বনির্ভর বাংলাদেশ প্রতিষ্ঠা করতে কৃষিনির্ভর বাংলাদেশের সংস্কার প্রয়োওজন। সারা দেশে কৃষি উৎপাদন বাড়াতে কৃষকদের উৎসাহিত করতে হবে। ভিন্ন দেশের নির্ভরতা কমিয়ে দেশীয় কৃষিপন্যের ব্যবহারে নিজেদের আগ্রহ বাড়ানো দরকার।

গত শুক্রবার সাতকানিয়া উপজেলার কাঞ্চনা ইউনিয়ন (৭-৮-৯ নং ওয়ার্ড) বিএনপি, কৃষক দল ও অঙ্গ-সংগঠনের যৌথ উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি প্রধান অথিতির বক্তব্যে এসব কথা বলেন‌।

জসিম উদ্দিন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানের স্বপ্ন দেখেন। সন্ত্রাস, দূর্নীতি মুক্ত ও নিরাপদ সমাজ প্রতিষ্ঠায় তিনি কাজ করছেন। এবং অজপাড়া গাঁ থেকে নগর পর্যন্ত দলের নেতাকর্মীদের বিচরন পর্যবেক্ষন করছেন তিনি। নিখুঁত সংগঠন প্রতিষ্ঠার মধ্যে দিয়ে একটি সুন্দর রাষ্ট কায়েম করতে দলের সর্বস্তরের তিনি তদারকি করছেন। তিনি বলেন, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বিদ্যমান। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়য়ক তারেক রহমানের নির্দেশে জাতীয়তাবাদী কৃষকদলের সুযোগের সভাপতি কৃষিবীদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এর নেতৃত্বে দেশব্যাপী কৃষক দলের ইউনিয়ন কৃষক সমাবেশ সফল করতে সকলকে সহযোগিতার আহ্বান জানান তিনি।

কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি আব্দুল মাবুদ সওদাগরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মোহাম্মদ ফিরোজ, চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা.আবদুল হামিদ।

ছাত্রনেতা মহসিন বলেন, দীর্ঘ আন্দোলন সংগ্রামের মাধ্যমে পতিত ফ্যাসিবাদের কবর রচনা হয়েছে। কিন্তু ফ্যাসিস্ট এর দোসররা এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে। তাদের বিরুদ্ধে আমাদের সজাগ থাকতে হবে।

তারা দেশের বিরুদ্ধে গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। সভায় বক্তব্য রাখেন, চট্টগ্রাম দক্ষিন জেলা ছাত্রদলের অন্যতম সদস্য মহিবুল হক আতিক, কাঞ্চনা ইউনিয়ন বিএনপির সাবেক সহ-সভাপতি নুর হোসেন  সওদাগর, আবছার সওদাগর, নছির আহমেদ মিস্ত্রি,  ছগির আহমদ মিস্ত্রি, মোহাম্মদ ইলিয়াস, ইসলাম ড্রাইভার, নাছির উদ্দিন, জসিম উদ্দিন (ডেকোরেশন), জিয়াউর রহমান, মোজাহার আহম্মদ, মো.আবছার, মো.আনোয়ার, সেলিম উদ্দিন, মোহাম্মদ জসিম, আজম বাঙ্গালী, শাহ আলম, মো.সোহেল, মোহাম্মদ ওসমান, মো.জায়েদ, মোঃ শহিদ, মো. আমান প্রমূখ‌।

এছাড়াও কাঞ্চনা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের অনেক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন‌।

Please follow and like us:

Related Articles

Back to top button