খবরাখবর

দেশের কৃষিখাত ধ্বংস করে ভারতীয় পন্য বাজার জাত করেছে পতিত সরকার : ইসরাফিল খসরু

চট্টগ্রাম: বিএনপি আন্তর্জাতিক বিষয়ক উপ-কমিটির সদস্য ইসরাফিল খসরু বলেছেন, বর্তমানে কৃষিকাজের প্রতি কৃষকদের আগ্রহ অনেক কম, এর কারন উৎপাদন খরচ বেশি এবং ন্যায্য মূল্য থেকে বঞ্চিত। বিগত অবৈধ সরকার কৃষি প্রধান দেশের কৃষিখাত ধ্বংস করে দিয়েছে।

ভারতীয় পন্য বাজারজাত করার লক্ষ্যে বাংলাদেশের কৃষিখাত আজ বিলীন হ‌ওয়ার পথে। কৃষিতে উৎপাদন বাড়াতে দেশব্যাপী খাল খনন কর্মসূচী শুরু করেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

মঙ্গলবার (১৯ নভেম্বর) চট্টগ্রাম সংসদীয় আসন -১১ অন্তর্ভুক্ত বন্দর, পতেঙ্গা ও ইপিজেড থানা কৃষক দলের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইসরাফিল খসরু বলেন, কৃষক বাঁচলে, দেশ বাঁচবে। হারিয়ে যাওয়া আগ্রহ ফিরিয়ে আনতে কৃষকদের পাশে আমাদের দাঁড়াতে হবে। উৎপাদন বাড়িয়ে দেশীয় পন্য ব্যবহারে সাধারন মানুষকে উদ্বুদ্ধকরণ করা জরুরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শাসনামলে কৃষকেরা সর্বক্ষেত্রে সহযোগিতা পেয়েছিল, ফলে সেসময় ফলনে রেকর্ড পরিমান বাম্পার হয়েছে। কৃষিখাতকে ধ্বংস করে অর্থনৈতিক পঙ্গু করাই ছিল ফ্যাসিবাদ সরকারের মুল লক্ষ্য।

বন্দর থানা কৃষকদলের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ আজিজ ও প্রধান বক্তা ছিলেন কৃষক দল কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) মোহাম্মদ জসিম উদ্দিন।

বিশেষ অতিথি চট্রগ্রাম মহানগর কৃষক দলের আহবায়ক মোহাম্মদ আলমগীর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ইয়াসিন রেজা রাজু, সদস্য সচিব সাবের আহমেদ টারজেন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সেকান্দর।

এম এ আজিজ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে কৃষক দলের  দেশব্যাপী কর্মসূচী কৃষকদের মাঝে প্রেরনা জোগাবে। হারিয়ে যাওয়া কৃষিখাত আবারো ফিরিয়ে আসবে।

জসিম উদ্দিন বলেন, কৃষক দলের সভিপতি কৃষিবীদ হাসান জাফির তুহিন ও সাধারন সম্পাদক শহিদুল ইসলাম বাবুল ভাইয়ের নেতৃত্বে দেশব্যাপী কৃষকদের পাশে থাকবে জাতীয়তাবাদী কৃষক দলের নেতিকর্মীরা।

মোহাম্মদ আলমগীর  বলেন, স্বনির্ভর বাংলাদেশ বির্নিমানে কৃষিখাতকে প্রাধান্য দিতে হবে। কৃষকদের সুযোগ সুবিধা বিবেচনায় নিতে হবে। উপজেলা ও ইউনিয়ন ভিত্তিক মনিটরিং সেল গঠন করে পরিত্যক্ত ফসলি জমি গুলো কৃষিখাতের আওতায় নিয়ে আসার উদ্দ্যেগ গ্রহন করা দরকার।

ইয়াসিন রেজা রাজু বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার সিন্ডিকেট করে দেশে দ্রব্যমূল্যের উর্দ্ধগতি করে  সাধারন মানুষকে অনাহারে মেরেছে। বিএনপি সাধারন মানুষের দল, মানুষের কল্যাণের জন্য কৃষক দল কাজ করে যাবে।

সাবের আহমেদ টারজেন বলেন, কৃষিখাত রক্ষায় জাতীয়তাবাদী কৃষকদল সবসময় কৃষকদের পাশে আছে। জনগনের কল্যানে দলের যেকোন কর্মসূচী। চট্টগ্রাম মহানগর কৃষকদলের সকল ইউনিট সফলতার সাথে পালন করে যাবে বলে দৃঢ়তার সাথে আমি বিশ্বাস করি।

বক্তব্য রাখেন, মনজুর কাদের, মোহাম্মদ জাহাঙ্গীর, আবুল কালাম আজাদ, মাহবুব আলম, মোহাম্মদ দিদার, মোহাম্মদ জসিম, রানা, তাজু, মোহাম্মদ সুমন, মোহাম্মদ আবচার, বায়েজিদ থানা কৃষক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইসমাইল, মোঃ হারুন, মোহাম্মদ সালাউদ্দিন, আবুল কালাম প্রমুখ।

পরে কৃষকদের মাঝে সার, বীজ ও কীটনাশক বিতরন করা হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button