খবরাখবর
প্রিয় হালদা নদী
মুহাম্মদ মাসুদ রানা:
শালদা ঝর্ণার থেকে উৎপত্তি
বয়ে গেলো নদী
সেই নদীটির নামকরণ হয়
প্রিয় হালদা নদী।
সেই নদীটির মাঝি আমি
নদীর ধারে বসে
নাওয়ের আশায় চেয়ে আছি
কখন যাবো ভেসে।
নদীর পথে জলের স্রোতে
মুগ্ধ আমার মনে
হালদা নদীর পথিক হয়ে
ছুটে আসি ক্ষণে।
মিঠা নদীর মিঠা পানির
মিঠা মাছের পোনা
তেরোশত নদীর মাছ এসে
ছাড়ে কোটি পোনা।
নদীর ধারে জীবন সারে
সকল শ্রেণির লোকে
নৌকা নিয়ে যাচ্ছে মাঝি
দূর যে দুরান্তকে।
মনের মধ্যে যখন খুশি
নদীর ধারে এসে
ইচ্ছে হলে টানি নৌকা
নাওয়ের মাঝি শেষে।
Please follow and like us: