রাঙামাটি জেলা পরিষদে আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করার দাবীতে মানববন্ধন
নির্মল বড়ুয়া মিলন, স্টাফ রিপোর্টার: রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র সমাজ ও ইসলামী আন্দোলন রাঙামাটি পৌর কমিটির ব্যানারে অন্তর্বর্তীকালীন রাঙমাটি পার্বত্য জেলা পরিষদে হত্যা মামলার পলাতক আসামী ও আওয়ামীপন্থী সদস্যদের নিয়োগ বাতিল পূর্বক কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলার স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবীতে রবিবার (২৪ নভেম্বর) মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আজকের মানববন্ধনে বক্তব্য রাখেন জুড়াছড়ি উপজেলা বাসীর পক্ষে রাঙামাটি জেলা আইনজীবি সমিতির সাধারন সম্পাদক অ্যাডভোকেট রাজীব চাকমা, কাউখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক তারা মিয়া, বরকল প্রেস ক্লাবের সাবেক সভাপতি পুলিন বিহারী চাকমা, অ্যাডভোকেট এমদাদ হোসেন, রাজস্থলীর সাবেক ইউপি চেয়ারম্যান উথান মারমা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা রাকিব হাসান, ইসলামী আন্দোলন রাঙামাটি পৌর কমিটির সভাপতি মাওলানা আব্দুর রউফ প্রমুখ।
মানববন্ধনে বঞ্চিত কাউখালী, বরকল, জুড়াছড়ি ও রাজস্থলী উপজেলার জনসাধারন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ, সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন।
মানববন্ধনে যে সকল বিষয়ে জানানো হয়, অর্ন্তবর্তিকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে প্রতিটি উপজেলা থেকে প্রতিনিধি রাখার রেওয়াজ থাকেলে হলেও ২০২৪ সালের ০৭ নভেম্বর যে প্রজ্ঞাপন হয়েছে সেখানে চারটি উপজেলা থেকে কোন প্রতিনিধি রাখা হয়নি। অথচ রাঙামাটি সদর উপজেলা থেকে নয়জন সদস্য রাখা হয়েছে।
যাদের রাখা হয়েছে তারা পতিত সরকারে প্রতিনিধি,দোসর,হত্যা মামলার পলাতক আসামী,পার্বত্য উপদেষ্টার কর্মচারী ও আত্মীয় রয়েছেন। আমরা এদেরকে প্রত্যাখ্যান করছি। ছাত্র জনতা আন্দোলনে আত্মহুতি দেয়া শহীদদের রক্তের সাথে বেইমানী করা হয়েছে।
এছাড়াও রাঙামাটির আদালতে পিপি, এপিপি,অতিরিক্ত পিপি নিয়োগেও বিগত ফ্যাসিস্ট সরকারের দলীয় লোকজনকে নিয়োগ দেওয়ায় ছাত্র জনতার রক্তের সাথে বেইমানী করা হয়েছে। এসব নিয়োগ বাতিল করে পুনরায় রাঙামাটির আদালতে পিপি,এপিপি,অতিরিক্ত পিপি নিয়োগের দাবী জানানো হয়।
চার উপজেলাকে বঞ্চিত করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদকে স্বজনপ্রীতি এবং অনিয়মের স্বর্গভুমিতে পরিনত করতে শুধুমাত্র রাঙামাটি সদর উপজেলা থেকে নয়জনকে সদস্য নিয়োগ করা হয়েছে।
মানববন্ধনে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন করে বঞ্চিত চার উপজেলা হতে প্রতিনিধি নিয়োগ করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠন এবং রাঙামাটির আদালতে নিয়োগকৃত পিপি,এপিপি ও অতিরিক্ত পিপি নিয়োগের দাবী জানানো হয়।
উল্লেখ্য অর্ন্তবর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ পূর্নগঠনে বঞ্চিত কাউখালী, বরকল,জুড়াছড়ি ও রাজস্থলী উপজেলা থেকে প্রতিনিধি অন্তভুক্ত করার দাবীতে ইতিমধ্যে সাংবাদিক সন্মেলন, প্রধান উপদেষ্টার বরাবরে স্মারকলিপি পেশ করা হয়েছে।
মানববন্ধনে জানানো হয় অর্ন্তবর্তীকালীন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদে বঞ্চিত চার উপজেলা কাউখালী, বরকল, জুড়াছড়ি ও রাজস্থলী থেকে প্রতিনিধি নিয়োগ দিয়ে পুর্নগঠন করা না হলে ভবিষতে আন্দোলন চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।