খবরাখবর

ভিক্টোরিয়া হাই স্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণ সভা অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত  ভিক্টোরিয়া হাই স্কুলে বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ ও আহতদের নিয়ে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।

গত জুলাই গণঅভ্যুত্থানের ঘটনা প্রবাহ নিয়ে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন, স্কুলের  ৭ম শ্রেণীর ছাত্র মোঃ তানভীর হাসান।

ভিক্টোরিয়া হাই স্কুলের আয়োজনে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় স্কুলের হলরুমে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, স্কুলের সুযোগ্য প্রধান শিক্ষক মোঃ সাজেদুল ইসলাম।  অনুষ্ঠান পরিচালনা করেন, সহকারী শিক্ষক মোঃ রাশিদুল হাসান।

এ সময় অনুষ্ঠানে আলোচনা সভায় বক্তব্যে রাখেন, ভিক্টোরিয়া হাইস্কুলের  সহকারী প্রধান শিক্ষক শফিউল আলম, সিনিয়র শিক্ষক মির্জা গোলাম মোস্তফা, সাইফুল ইসলাম, অচিন্ত কুমার , জিয়াসমিন সুলতানা, পারভীন খাতুন সহকারী শিক্ষক সাইফুল ইসলাম, রকিবুল হাসান, শামীম হোসেন, নাজমা খাতুন, শিউলি খাতুন, পূনিমা খাতুন, তাহমিনা খাতুন, কাওছার খান, হাবিবুল ইসলাম, রজব আলী, সালেহ আহমদ সৌরভ প্রমুখ।

এসময়ে বিদ্যালয়ের সকল শিক্ষক,কর্মকর্তা -কর্মচারী,  শিক্ষার্থী উপস্থিত ছিলেন ।

Please follow and like us:

Related Articles

Back to top button