খবরাখবর

আইনজীবী সাইফুল ইসলাম হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত  

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: চট্টগ্রামে সনাতন জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের সমর্থকদের দ্বারা চট্রগ্রাম বারের  আইনজীবী সাইফুল ইসলামকে কুপিয়ে হত্যার প্রতিবাদে ও সকল হত্যাকারী সন্ত্রাসীদের  দ্রুত গ্রেফতার করে  বিচারের দাবীতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে

বুধবার (২৭ নভেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা আইনজীবি সমিতি ভবনেরন সামনে উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্যে রাখেন, জেলা ও দায়রা জজ আদালতের পিপি শাকিল মোহাম্মদ শরিফুর হায়দার রফিক সরকার, বীরমুক্তিযোদ্ধা অ্যাডঃ আব্দুল আজিজ সরকার, অ্যাডঃ ইন্দ্রজিৎ সাহা, অ্যাডঃ হামিদুল ইসলাম দুলাল, অ্যাডঃ রবিউল হাসান, অ্যাডঃ মন্টু, অ্যাডঃ দেলোয়ার হোসেন, অ্যাডঃ মজনু প্রমুখ। এসময়ে বিক্ষোভ সমাবেশের অন্যান্য আইনজীবীরা অংশ গ্রহণ করে।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, চট্টগ্রামে সাইফুল ইসলাম আলিফ নামে এক আইনজীবী ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইসকন সদস্যদের বিরুদ্ধে। এই উগ্রবাদী সংগঠন বাংলাদেশের নতুন স্বাধীনতাকে মেনে নিতে পারছে না। কারণ তারা হলেন ভারতের দালাল, আর আওয়ামীলীগের দোসর। হিন্দু মুসলিম ভাই ভাই তবে ইসকন নামে সন্ত্রাসীদের দেশে কোন ঠাই নাই। একটি গোষ্ঠী বাংলাদেশকে অস্থিতিশীল করে তুলতে সনাতনীদের উসকানি দিচ্ছে।

তারা এ দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছে। অতিদ্রুত তাদের বিরুদ্ধে যদি সরকার ব্যবস্থা না নেয়। ফ্যাসিবাদী সন্ত্রাসীরা আবার গর্জে উঠবে। আদালত প্রাঙ্গণে আইনজীবীকে নির্মমভাবে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা বাংলাদেশের ইতিহাসে নজিরবিহীন ঘটনা।

তাই এ ঘটনাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো সুযোগ নেই। আইনজীবী সাইফুল ইসলাম  হত্যাকারী যারাই হোক না কেন, দ্রুত সময়ের মধ্যে তাদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে। তা না হলে আইনজীবীরা আরও বৃহৎ কর্মসূচি দিতে বাধ্য হবে।

Please follow and like us:

Related Articles

Back to top button