খবরাখবর

সিরাজগঞ্জে জেলা ভূমি অফিসার্স কল্যাণ সমিতির নির্বাচন অনুষ্ঠিত

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সভা ও  কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক নির্বাচনে নির্বাচিত হলেন সভাপতি পদে মোঃ হাছান আলী ও সাধারণ সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ নজরুল ইসলাম খান  নির্বাচিত হন।  এবং অন্যান্য পদে ২১ জন নির্বাচিত হন।

বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যান সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে, শনিবার (৩০ নভেম্বর)  সকাল হতে দিনব্যাপী  পৌর শহরের মাড়োয়ারি পট্রি রোডস্থ কুটুম বাড়ি কটেজের  কনফারেন্স রুমে উক্ত সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হয়।

এতে  সভাপতিত্ব করেন বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখা  সভাপতি মোঃ হাছান আলী এবং অনুষ্ঠানের  সঞ্চালনায় করেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক মোঃ রেজাউল করিম।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন,  বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও রাজশাহী বিভাগের সভাপতি   মোঃ মৌদুদুর রহমান কল্লোল।

সাধারণ সভার দ্বিতীয় পর্বে বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি, সিরাজগঞ্জ জেলা শাখা কার্যনির্বাহী পরিষদের ত্রি-বার্ষিক

সাধারণ সভার  নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ নজরুল ইসলাম খান, সদস্য সচিব আলহাজ্ব মঈন উদ্দিন, সাধারণ সভায় সকল সদস্যদের মতামতের  ভিত্তিতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

এসময়ে  বিশেষ অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতির কেন্দ্রীয় যুগ্ম-মহা সচিব ও  রাজশাহী বিভাগের সাধারণ সম্পাদক   মোঃ জহুরুল ইসলাম, নাটোর জেলা  সভাপতি মোঃ আলমগীর হোসেন খান, সিনিয়র  সহ-সভাপতি  মোঃ  ইউসুফ আলী,  নাটোর জেলা সাধারণ সম্পাদক মোঃ মতিউর রহমান, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মোঃ ইকবাল হোসেন, সাবেক সভাপতি খাইরুল আমীন,  কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও রাজশাহীর সাংগঠনিক সম্পাদক মোঃ হেলাল উদ্দিন সেখ, নাটোর জেলার কোষাধ্যক্ষ গোপাল কুমার সিংহ, উপদেষ্টা  আব্দুল  কুদ্দুস,  তথ্য ও প্রযুক্তি সম্পাদক খন্দকার আহসান হাবিব, সাবেক ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ মজিবর রহমান প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে, বাংলাদেশ ভূমি অফিসার্স কল্যাণ সমিতি সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি তরিকুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মোঃ মুস্তাগীর কবির সহ জেলার ৭৮ জন ভোটার ভূমি কর্মকর্তা ভোট প্রয়োগ করেন এবং  অনুষ্ঠানে উপস্থিত।

Please follow and like us:

Related Articles

Back to top button