খবরাখবর
রুক্ষিণী -আরতি স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ভিক্ষুকে হুইল চেয়ার প্রদান
রাউজান: রাউজানে রুক্ষিণী -আরতি স্মৃতি জনকল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে ভিক্ষুকে একটি হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার বিহারে উপস্থিত হয়ে এই উপহার প্রদান করেন।
জানা গেছে, রাউজানের ঐতিহ্যবাহী পুণ্যতীর্থ ভূমি গোবিন্দ ঠাকুর স্মৃতি বিজড়িত পূর্ব ইদিলপুর শাক্যমুনি বিহারের “অধ্যক্ষ ভদন্ত বিমলানন্দ মহাথের” অসুস্থ জনিত কারনে দীর্ঘদিন চলাচলে অক্ষম হয়ে পড়েন।
পরে হুইল চেয়ার দান করছেন রুক্ষিণী -আরতি স্মৃতি জনকল্যাণ ফাউণ্ডেশনের চেয়ারম্যান তরুন সমাজসেবক ফ্রান্স প্রবাসী বাবু “রিটন বড়ুয়া” ভদন্ত বিমলানন্দ মহাথেরো’কে এই উপহার প্রদান করেন৷ এসময় ফাউন্ডেশনের কর্মকর্তা এডভোকেট প্রণব বড়ুয়াসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
Please follow and like us: