মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলকে আইনের পরিণত করতে পথ মিছিল
সাবের আলী, বড়ঞা, কলকাতা: বড়ঞা ব্লক মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনের পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করার দাবিতে পথ মিছিল হল বড়ঞা ব্লকের কুলি চৌরাস্তা।
গতকাল শনিবার বিকেল তিনটা নাগাদ তৃণমূল কার্যালয় থেকে শয়ে শয়ে মহিলারা একত্রিত হয়ে কুলি চৌরাস্তা বাজারের পর্যন্ত পায়ে হেঁটে পথ মিছিল মাধ্যমে এই প্রতিবাদ জানান।
মিছিলের শ্লোগান ছিল বিধানসভায় পাশ হওয়া মহিলা ও শিশু সুরক্ষা অপরাজিতা বিলটিকে আইনে পরিণত করতে কেন্দ্রীয় সরকারকে অবিলম্বে পদক্ষেপ গ্রহণ করতে হবে।
এই পথ মিছিলে উপস্থিত ছিলেন বড়ঞা ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি গোলাম মুর্শিদ জজ ,তৃণমূলের জাতীয় কর্মসমিতির বৈঠক সিদ্ধান্ত নেওয়া হয়েছে, মহিলা সাংসদ-বিধায়কদের একটা দল যাবে রাষ্ট্রপতির কাছে। সেখানে গিয়ে তারা দেখা করে অপরাজিতা বিল পাশ করানোর ব্যাপারে তাদের দাবি জানিয়ে আসবেন।
ধর্ষকদের কঠিনতম শাস্তি দিতেই ‘অপরাজিতা’ বিল আনে রাজ্য সরকার।
বিধানসভায় তা পাশ করিয়ে নেয় মমতা
বন্দ্যোপাধ্যায়ের সরকার। বিলে সর্বোচ্চ শাস্তি
এবং বিচার দ্রুততার সঙ্গে শেষ করার উপর জোর দেওয়া হয়েছে।
কেন্দ্রের বিজেপি সরকারের বঞ্চনা শিকার সাধারণ মানুষবিধানসভায় পাশ হওয়া ‘অপরাজিতা’ বিলে এখনই ছাড়পত্র দেবে না রাজভবন। রাজ্যপালের স্বাক্ষরের দাবিতে পথে তৃণমূলের মহিলা মোর্চা। বিধানসভায় ‘অপরাজিতা’ বিলে পাশ হয়েছে। এখনও স্বাক্ষর করেননি রাজ্যপাল। সেই দাবিতেই বড়ঞা ব্লেককের কুলি চৌরাস্তা থেকে কুলি বাজার পর্যন্ত মিছিল তৃণমূলের।