মহিলাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ
সাবের আলী, মুর্শিদাবাদ ডোমকল: এক মহিলাকে বিভিন্ন রকমের প্রলোভন দেখিয়ে একাধিকবার সহবাসের অভিযোগ উঠল আবারও এক সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের ডোমকল থানা এলাকায় ।
ডোমকল থানার কর্মরত সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে অভিযোগ।
যদিও ওই সিভিক ভলেন্টিয়ার নাম আব্দুল সালাম তার বিরুদ্ধে ৬৯, ৭৭ ধারায় ওই মহিলা মামলা করেন তবে মহিলার দাবি শুধু সহবাস নয় আরো পরবর্তীতে তার নগ্ন দেহের ছবি ও ভিডিও তুলে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়ার।
ও প্রলোভন দেখিয়েও করা হয়েছে বারবার সহবাস। তবে গোটা রাজ্য জুড়েই চলছে এই সিভিক ভলেন্টিয়ারদের বিরুদ্ধে অভিযোগ না না অভিযোগ আরজিকর থেকে শুরু করে কুলতলী তো এবার খোদ মুর্শিদাবাদে ডোমকলেও ঘটলো এই সিভিক ভলেন্টিয়ার এর বিরুদ্ধে একাধিকবার ভয় দেখিয়ে সহবাসের তারপরেও এই সিভিক ভলেন্টিয়ার কিভাবে অনবরত চলছে ডিউটি তাহলে কি প্রশাসনের কি কিছুই জানা নেই এই সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে।