খবরাখবর

পটুয়াখালীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ!

মু,হেলাল আহম্মেদ(রিপন), পটুয়াখালী: পটুয়াখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের উদ্যোগে গতকাল শনিবার সকালে ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি শহরের শাজাহান এমপির বাসা গোডাউন এলাক থেকে শুরু হয়ে পটুয়াখালী প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।ছাএলীগের কেন্দ্রীয় কমিটির উপ-এাণ বিষয়ক সম্পাদক আদনান হাবিব খান এর নেতৃত্বে জেলা ছাএলীগের সাবেক সহ-সম্পাদক আমিনুর রহমান সহ ছাত্রলীগের একাধিক নেতাকর্মী  এসময় উপস্থিত ছিলেন।

এসময় মিছিল শেষে ছাত্র লীগের  নেতা-কর্মীরা অন্তর্বতী সরকারের বিরুদ্ধে শ্লোগান দেয় এবং প্রধান উপদেষ্টা ডঃ মোহাম্মদ ইউনুসের ছবিতে অগ্নি সংযোগ করে।

এ ঘটনায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় পটুয়াখালী জেলা ছাএদলের উদ্যোগে নিষিদ্ধ সংগঠন ছাএলীগের নেতা কর্মীদের গ্রেফতার ও শাস্তির দাবীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ গড়ে  তোলেন।

এদিকে জেলা ছাএদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক আল-আমিন হাওলাদার এর নেতৃত্বে শহরের সরকারী কলেজের সামনে থেকে প্রতিবাদ মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে সদর থানার সামনে সড়ক অবরোধ করে সমাবেশ করেন তারা।

উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন জেলা ছাএদলের যুগ্ম-আহবায়ক সানী গাজী,পটুয়াখালী সরকারি কলেজ শাখার ছাএদলের আহবায়ক মো, বেল্লাল হোসেন এবং অংগ সংগঠনের নেতৃবৃন্দ।

পরে তারা অবিলম্বে ছাএলীগের নেতা কর্মীদের গ্রেফতারের জোর  দাবী জানিয়ে পুলিশের বিরুদ্ধে শ্লোগান দেয়।

পটুয়াখালী  সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার আশ্বাস এর প্রেক্ষিতে ছাএদলের নেতা কর্মীরা সমাবেশ ধ্রুত সমাপ্তি ঘোষণা করে।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইমতিয়াজ আহমেদ বলেন নিষিদ্ধ সংগঠন ছাএলীগের মিছিল হয়েছে শুনেছি তবে দেখিনি অবশ্যই দোষীদের গে্ফতার করে আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

Please follow and like us:

Related Articles

Back to top button