খবরাখবর

রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে বিএনপির নেতাকে কুপিয়ে হত্যা

রাঙ্গুনিয়া সংবাদদাতা: রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করলেও হত্যাকাণ্ডে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি।

রবিবার (১ ডিসেম্বর ) রাতে রাঙ্গুনিয়া সরফভাটা ইত্যাদি চত্বরে ওবায়দুল্লাহ মাতব্বরের বাড়ি এলাকার সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত প্রবাস ফেরত বিএনপি নেতা মোহাম্মদ সেকান্দর মামুন (৪১)। নিহতের খবর নিশ্চিত করেন দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ।

পুলিশ জানায়, রবিবার সন্ধ্যায় দিকে সরফভাটার দুই গ্ৰুপের নেতারা বসে পূর্বের ঘটনা হওয়ার বিষয়ে সালিশ বৈঠকে তিন পাড়া ঐক্য পরিষদের সাথে ওবাইদুল্লাহ মাতব্বরের গোষ্ঠীর মধ্যে হাতাহাতি সংগঠিত হয়। এতে বেশ কয়েক জন গুরুতর আঘাতপ্রাপ্ত হন।

এই ঘটনার জের ধরে তিন পাড়া ঐক্য পরিষদ ও গুচ্ছ গ্ৰামের মাহবুব মেম্বার গ্ৰুপ দেশিয় অস্ত্র নিয়ে সরফভাটা ইত্যাদি চত্বরে ওবায়দুল্লাহ মাতব্বরের বাড়িতে হামলা চালায়। হামলার এক পর্যায়ে সদ্য সৌদি প্রবাস ফেরত সেকান্দর মামুন ধরালো অস্ত্র দিয়ে কুপিয়ে ফেলে রেখে যায়, এতে তিনি গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশের জানান নিহত মামুনের লাশ পোষ্টমাডামের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এই ঘটনার পর থেকে সরফভাটায় তথতমে অবস্থা বিরাজ করছে।

Please follow and like us:

Related Articles

Back to top button