খবরাখবর

আমান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি হারুন ও সম্পাদক রনি

সুমন পল্লব, হাটহাজারী: হাটহাজারী উপজেলার আমান বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ নভেম্বর) সকাল ১০ টা থেকে বাজারের একটি কমিউনিটি সেন্টারে ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয় বিকাল ৩ টা পর্যন্ত।

উক্ত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ হারুন উর রশীদ। এছাড়াও সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ ইদ্রিস নেজামী ও সহ-সভাপতি শাহজাদা আকবর সাহিদ নির্বাচিত হয়েছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন আজাদ হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিল্টু, সহ-সাধারণ সম্পাদক খোরশেদ আলম সোহেল নির্বাচিত হন।

এছাড়াও অর্থ সম্পাদক মোহাম্মদ আক্তার হোসেন, সহ অর্থ সম্পাদক মোঃ নেজাম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ ওসমান গনি, সহ- সাংগঠনিক সম্পাদক মোঃ আলমগীর, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহেদুল আলম জাহিদ, ধর্ম ও আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ হাসান, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সৈয়দ মোঃ আলী আজম, দপ্তর সম্পাদক শহীদুল্লাহ সুমন, এবং তথ্যপ্রযুক্তি সম্পাদক কে এম সবুর নির্বাচিত হন।

অন্যদিকে ৮ জন সদস্য প্রার্থীর মধ্যে সর্বোচ্চ ভোট পেয়ে মোঃ হাবিবুর রহমান জাহেদ, দেলোয়ার হোসেন, নিকু কুমার শীল, মোঃ আব্দুল মান্নান, সৈয়দ সাখাওয়াত হোসেন, মোহাম্মদ ইউনুস নির্বাচিত হন।

এর আগে সকাল থেকে ভোটাররা স্বতঃস্ফূর্তভাবে ভোট দিতে আসেন নির্ধারিত কেন্দ্রে। মোট ২৯০ টি ভোটের মধ্যে ২২৯ জন ভোটার ভোট প্রদান করেন। দীর্ঘ ১৭ বছর পর ভোট দিতে পেরে খুশি ভোটাররা।

Please follow and like us:

Related Articles

Back to top button