কামারখন্দে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ বিতরণ
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ কামারখন্দ উপজেলায় রবি ২০২৪-২৫ মৌসুমে বোরো ধানের হাইব্রিড জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ১৬’শত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ২ কেজি করে বীজ বিতরণের উদ্বোধন করা হয়।
কামারখন্দ উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে, রবিবার ( ১ডিসেম্বর-) সকালে কামারখন্দ উপজেলা পরিষদ সভা কক্ষে উক্ত বোরো ধান হাইব্রিড জাতের বীজ বিতরণ উদ্বোধন অনুষ্ঠানে কামারখন্দ উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ রতন চন্দ্র বর্মন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কামারখন্দ উপজেলা নির্বাহী অফিসার অনামিকা নজরুল।
এ সময়ে অতিরিক্ত কৃষি অফিসার কৃষিবিদ মোছাঃ মিশু আক্তার, উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোঃ আমিনুল ইসলাম মল্লিক, বিভিন্ন ব্লকের উপ-সহকারী কৃষি অফিসার এবং বিভিন্ন ইউনিয়নের সুবিধাভোগী কৃষক-কৃষাণীগণ উপস্থিত ছিলেন।