কলকাতার সবখবর

পশ্চিম বঙ্গ সরকারের কর্ম নিয়োগ মেলায় রাজ‍্যের প্রশিক্ষিত যুবক যুবতীদের জন‍্য সুবর্ণ সুযোগ

পূর্ব বর্ধমান: পশ্চিম বঙ্গ সরকারের কর্ম নিয়োগ মেলায় রাজ‍্যের প্রশিক্ষিত যুবক যুবতীদের হাতে কাজ পাওয়ার সুবর্ণ সুযোগ আসতে চলেছে। রাজ‍্য সরকারের শিল্প প্রশিক্ষণ অধিদফতরের উদ্যোগে পূর্ব বর্ধমান জেলার রুকুসপুর মৌজার পূর্বস্থলী সরকারি আইটিআই কলেজে শিক্ষা নবিশদের জন‍্য “শিক্ষা নবিশ কাম রোজগার বা কর্ম মেলা” আয়োজিত হতে চলেছে। এই নিয়োগ মেলা বসবে চলতি বছরের ৯ ডিসেম্বর সকাল ১০ টা থেকে।

পশ্চিমবঙ্গ রাজ‍্য সরকারের শিল্প প্রশিক্ষণ অধিদফতরে উদ্যোগে রাজ্যের প্রতিটি জেলায় জব ফেয়ার বা প্লেসমেন্ট ড্রাইভের আয়োজন করা হয়েছে। চলতি বছরের 9 ডিসেম্বরে সেই উপলক্ষ্যে পূর্ব বর্ধমানে এই জব ফেয়ার বা চাকরি মেলা। মাত্র সাতদিন পর পূর্ব-বর্ধমান জেলার রুকুসপুর মৌজার পূর্ব স্থলী ২ (দুই) গভর্ণমেন্ট আইটিআই কলেজে বসতে চলেছে তার আসর। সকাল ১০টা থেকে শুরু হবে এই মেলা। এই জব ফেয়ারে বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থা ক‍্যামপাসিং বা নিয়োগ সংস্থা হিসেবে উপস্থিত থাকবে বলে জানা গিয়েছে।

রাজ‍্যের উৎকর্ষ বাংলা প্রকল্পের অধীন প্রশিক্ষণ প্রাপ্ত বা বিভিন্ন আইটি কলেজ থেকে উত্তীর্ণ, স্কিল ডেভেলপমেন্ট অধীনস্ত কারিগরি শিক্ষায় প্রশিক্ষণ প্রাপ্ত যুবক যুবতীরা এই কর্ম মেলায় নিজেদের শংসাপত্র ও সি.ভি. বা কারিক‍্যুলম ভিটাই জমা দিতে পারবে। এর ফলে এই রোজগার মেলা বা কর্ম মেলায় ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মসংস্থানের বিপুল সুযোগ পাবেন।

উৎকর্ষ বাংলার প্রকল্পে প্রশিক্ষণ প্রাপ্ত বা আইটিয়ের মত কারিগরী প্রশিক্ষণ বিভাগে উত্তীর্ণ যুবক যুবতীদের শংসাপত্র সহ অন‍্যান‍্য আনুষঙ্গিক নথি নিয়ে ইন্টারভিউয়ে উপস্থিত থাকতে হবে। যোগাযোগের জন‍্য চলভাষ নাম্বার – 7719358486/7479044730.

Please follow and like us:

Related Articles

Back to top button