খবরাখবর

স্বতস্ফুর্ত নির্বাচনের মাধ্যমে পঞ্চগড় চেম্বার অফ কমার্সের কমিটি গঠন

পঞ্চগড় প্রতিনিধি: স্বতস্ফুর্ত নির্বাচনের মাধ্যমে ব্যবসায়িদের সংগঠন পঞ্চগড়ের  চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডস্ট্রিজের কমিটি গঠন করা হয়েছে।

নির্বাচন কমিশনার পঞ্চগড় জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি (পাবলিক প্রসিকিউটর) মির্জা নাজমুল ইসলাম কাজল বুধবার বিকেলে চেম্বার ভবনের মিলনায়তনে এই কমিটি ঘোষনা করেন।

কমিটির নির্ধারিত ৫ টি পদে সভাপতি হিসেবে শরীফ হোসেন, সিনিয়র সভাপতি পদে আবু হিরন, সহ সভাপতি পদে আব্দুস সামাদ পুলক ও খলিলুর রহমান এবং ট্রেজারার পদে শফিউজ্জামান রুবেল পাটোয়ারী নির্বাচিত হন। ১২ জন পরিচালকের প্রত্যক্ষ্য সমর্থনে এই ৫ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটি ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত মঙ্গলবার দিন ব্যাপি ১৭ টি পরিচালক পদে পঞ্চগড় স্টেডিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে দুটি  প্যানেলে ২৯ জন প্রার্থী অংশ নেয়।

এদের মধ্যে শরীফ হোসেন প্যানেলে ১৭ জন প্রার্থীর মধ্যে  ১২ জন এবং শাহানশাহ প্যানেলে ১১ জন প্রার্থীর মধ্যে ৫ জন নির্বাচিত হন।

একজন স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নেয়। ১ হাজার ২০ জন ভোটারের মধ্যে ৯ শ ৮০ জন ব্যবসায়ি তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

অন্যান্য পরিচালকরা হলেন আবু দাউদ প্রধান, রেজাউল করিম রেজা, শাহাদত হোসেন রঞ্জু, হারুনউর রশিদ বাবু, এ,টি,এম কামরুজ্জামান শাহানশাহ, নুরুজ্জামান বাবু, হায়াতুন আলম, রায়াহানউল আলম, সোহেল রানা মানিক, নুর জামাল, আবুল কালাম আজাদ, রাওজুল করিম।

বুধবার বিকেলে নির্বাহী কমিটি গঠনের সময় ৫ জন পরিচালক ৫ টি নির্ধারিত পদে প্রার্থী প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেন। প্রতিদন্দ্বি না থাকায় নির্বাচন কমিশন তাদেরকে বিনা প্রতিদন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন।

Please follow and like us:

Related Articles

Back to top button