খবরাখবর

খোকশবাড়িতে ইউনিয়ন বিএনপির আয়োজনে উঠান বৈঠক অনুষ্ঠিত 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশায় জনমত সৃষ্টির করার  আগামীতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির আয়োজনে, ইউনিয়নের শালুয়াভিটা বাজারে এক বিশাল উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বুধবার (৪ ডিসেম্বর) বিকেলে  উক্ত উঠান বৈঠক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু তিনি তার বক্তব্যে বলেন, আল্লাহর উপর  আস্থা বিশ্বাস রেখে ৩১ দফা বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ। নির্দলীয় নিরপেক্ষ সরকার অধীনে নির্বাচন হবে। একজন প্রধানমন্ত্রী ২ বারের বেশী থাকবে না। ফ্যামেলী কার্ড দেয়া হবে। রোগ নির্ণয়ে আধুনিক প্রযুক্তি সেন্টার করা হবে। এর রকম ৩১ দফা বাস্তবায়ন করা হবে।

তিনি আরও বলেন,  ছাত্র-জনতা, বিএনপির গণঅভ্যুত্থান মুখে গত ৫ আগষ্ট স্বৈরাচার  শেখ হাসিনা  ভারতে পালিয়েছেন। আর ওখান থেকে নানা ষড়যন্ত্র করেছেন। ষড়যন্ত্র করে উঁকিঝুকি মারার কথা বলছেন কোন লাভ হবে না।

বিএনপি এবং দেশের জনগণ সজাগ রয়েছে  অতন্ত্র প্রহরীর মত জেগে রয়েছে। লুটপাটকারী, নির্যাতনকারি, খুনি  ফ্যাসিস্টদের আর স্থান দেয় হবে না। আইনের আওতায় তাদের আনা হবে। আমাদের শত শত ভাইদেরকে প্রকাশ্য খুন করা হয়েছে। এ বিচার করা হবে। দেশকে ধ্বংস করা হয়েছে। শেখ হাসিনার স্বৈরাশাসনের পতনের পর বাংলাদেশ পরিস্থিতি নিয়ে ভারতীয় কিছু মহল অপপ্রচার ও ষড়যন্ত্র লিপ্ত রয়েছে এ সব ষড়যন্ত্র করে কোন লাভ হবে না। বিএনপি  সজাগ রয়েছে।

তিনি তার বক্তব্য আরও বলেন, বিএনপি গনতান্ত্রিক রাজনৈতিক দল সবসময় জনগণের পাশে থাকে থাকবে। আমাদের আরও ঐক্যবদ্য হতে হবে। দলের নিয়ম শৃঙ্খলা মেনে চলতে হবে।

এ উঠোন বৈঠক অনুষ্ঠানের  সভাপতিত্ব করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি জয়নাল আবেদীন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের দপ্তর সম্পাদক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক ও সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, খোকশাবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার ফিরোজ ও সাবেক সদস্য সচিব সুলতান মাহমুদ।

এসময়ে উঠান বৈঠকে খোকসাবাড়ী  ইউনিয়ন বিএনপির বিভিন্ন ওয়ার্ডের বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মীরা এবং সাধারণ জনতা  উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button