খবরাখবর

চারঘাটে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ২৪ উপলক্ষে প্রশাসনের প্রস্তুতি সভা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাটে ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ ও ১৬ই ডিসেম্বর বিজয় দিবস ২০১২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৪ ডিসেম্বর বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে চারঘাট উপজেলা নিবার্হী কর্মকর্তা সানজিদা সুলতানার সভাপতিত্বে প্রস্তুতি মূলক সভা আয়োজন করে উপজেলা প্রশাসন।

সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২৪ ও ১৬ ডিসেম্বর বিজয় দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে সকলের সহযোগিতা কামনা করেন।

এ সময় আরো উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফ হোসেন, চারঘাট মডেল থানার (ওসি) আফজাল হোসেন, প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবীদ আল মামুন হাসান, মৎস্য কর্মকর্তা ওয়ালি উল্লাহ মোল্লা, সমাজসেবা কর্মকর্তা রাসেদুজ্জামান, উপজেলা বিএনপি সভাপতি জাকিরুল ইসলাম বিকুল, চারঘাট প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম বাচ্চু ও বাংলাদেশ সাংবাদিক সংস্থার সভাপতি আতিকুর রহমান আশাসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ।

Please follow and like us:

Related Articles

Back to top button