কবিতা

স্মৃতির পাতা | মুহাম্মদ মাসুদ রানা

মুহাম্মদ মাসুদ রানা:

শৈশব ছিলো মধুর আমার
কাটায়ছি খুব বেশ
খেলাধুলায় মাঠে-ঘাটে
দিন পেরিয়ে শেষ।

খেলাধুলায় পরিশেষে
বাড়ি ফিরতাম যখন
হাত-মুখ ধুয়ে ঘরে বসে
পড়তাম কত তখন।

চিন্তাশূন্য জীবন আমার
ছিলো শৈশব তবে
ভাবনা মাত্র ছিলো একটাই
বড় হবো কবে!

সন্ধ্যার পরে ঘুমায় যেতাম
রোজ সকালে উঠতাম
হাত-মুখ ধুয়ে সবাই মিলে
মকতব ঘরে যেতাম।

বন্ধুবান্ধব সাথে নিয়ে
পাঠশালায় রোজ যেতাম
সেখান থেকে ফিরে এসে
খেলায় মগ্ন হতাম।

Please follow and like us:

Related Articles

Back to top button