চুনতি হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ পরিচালনা কমিটির সভাপতি হলেন ডাঃ মাহমুদুর রহমান
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে ইতিহাস ও ঐতিহ্যের সাক্ষী হয়ে আছে ‘চুনতি বড় ও ছোট মিয়াজি জামে মসজিদ’। ইউনিয়নের বড় মিয়াজি পাড়ায় এই মসজিদ ১৬৬৮ সালে স্থাপিত হয়।
এই ঐতিহ্যবাহী চুনতি হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে।
৫ ডিসেম্বর সকালে মসজিদ প্রাঙণে কমিটি গঠনকল্পে এলাকার মুরুব্বীদের সাথে নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় এলাকার মুরুব্বী ও মসজিদ পরিচালনা কমিটির সদস্যবৃন্দরা উপস্থিত ছিলেন।
উক্ত কমিটিতে সকলের সম্মতিক্রমে সভাপতি হিসেবে নির্বাচিত করা হয়েছে আধুনগরের কৃতি সন্তান, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক, ট্রমা, অর্থোপেডিক্স বিশেষজ্ঞ ও সার্জন ডাঃ মাহমুদুর রহমান।
কমিটিতে অন্যান্যরা হল যথাক্রমে আলহাজ্ব হাফেজ মাওঃ সোলাইমান (সহ – সভাপতি), সেক্রেটারি আলহাজ্ব মাওঃ মোঃ মুজ্জাম্মেলুল হক, সহ-সেক্রেটারীআলহাজ্ব বশির আহমদ সওদাগর, কোষাধ্যক্ষ হাফেজ মাওঃ শহিদ উল্লাহ (মোতোওয়াল্লী) সদস্যবৃন্দরা, হাফেজ মাওঃ কামাল উদ্দিন, আলহাজ্ব মাওঃ মোস্তফা কামাল, এড.মাওঃ জমির উদ্দিন (মোতোওয়াল্লী),মাওঃ জহির উদ্দিন,আবুল কালাম ড্রাইভার, আরিফুর রহমান সওঃ, মোঃ সৈয়দ, সেলিম উদ্দিন, মোঃ বেলাল উদ্দিন, সাজ্জাদ হোসাইন।
চুনতি হযরত বড় মিয়াজী ও ছোট মিয়াজী মসজিদ পরিচালনা কমিটির নব নির্বাচিত সভাপতি ডাঃ মাহমুদুর রহমান জানান, এ মসজিদের অনেক ইতিহাস ও ঐতিহ্য রয়েছে। মসজিদের আয়–ব্যয়ের হিসাব থাকবে স্বচ্ছতার মধ্যে। আমাকে এ মসজিদের সভাপতি করায় মহান আল্লাহ রাব্বুল আলেমীনের কাছে শোকরিয়া। মসজিদের দায়িত্ব পেয়েছি, প্রাচীন এই মসজিদের উন্নয়নে আমার কিছু পরিকল্পনা রয়েছে।
তিনি আরও বলেন, মসজিদ আল্লাহর ঘর, আর এটিকে রক্ষণাবেক্ষণ ও পরিচর্যা করার দায়িত্ব মুসল্লিদের। সূরা তাওবার ১৮ নং আয়াতে উল্লেখ আছে, “শুধুমাত্র তারাই আল্লাহর মসজিদকে সমর্পণ করে যারা আল্লাহ ও শেষ দিনে বিশ্বাস করে, সালাত কায়েম করে, যাকাত দেয় এবং ভয় করে, আল্লাহ একজন”। মসজিদের উন্নয়নে এলাকার সকলের সহযোগিতা কামনা করছি।