খবরাখবর

রাউজানে দাঁড়িয়ে থাকা অটোরিক্সায় ট্রাকের ধাক্কা, নিহত ১

আমির হামজা, রাউজান: চট্টগ্রাম-রাঙামাটি সড়কে দাঁড়িয়ে থাকা সিএনজি চালিত অটোরিক্সায় ট্রাকের ধাক্কায় এক চালক নিহত হয়েছেন।

আজ শনিবার (৭ ডিসেম্বর) সকালে রাউজান পৌরসভার বেরুলিয়া এলাকায় চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহত গাড়ি চালক মোঃ আবদুল কাদের (৩১) চট্টগ্রামের সীতাকুণ্ডের বাসিন্দা বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, সিএনজি অটোরিকশাটি সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ পেছন থেকে সজোরে ধাক্কা দেয় একটি ট্রাক। এসময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা কাঁদে পড়ে যায়। স্থানীয় লোকজন তাকে দ্রুত উদ্ধার করে উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে সেখান কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জানা গেছে, সিএনজি অটোরিকশা চালক আবদুল কাদের সীতাকুণ্ড থেকে রাউজানে যাত্রীনিয়ে এসেছিলেন। এতেই দূর্ঘটনার শিকার হন তিনি। খবর পেয়ে তার স্বজনরা হাসপাতালে ছুটে আসেন।

এ ব্যাপারে রাউজান হাইওয়ে থানার উপপরিদর্শক মোঃ তছলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন ট্রাকের ধাক্কায় এক সিএনজি চালকের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ধাক্কা দেওয়া ট্রাকটি জব্দ করা হয়েছে। ট্রাক চালকে আটকের চেষ্টা চলছে।

Please follow and like us:

Related Articles

Back to top button