খবরাখবর

খাগড়াছড়িতে ছিনতাইকৃত ৪টি মোবাইলসহ গ্রেফতার ১

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়িতে পুলিশের বিশেষ অভিযানে ছিনতাইকৃত ৪টি মোবাইল ফোন উদ্ধারসহ মো. মীর হোসেন নামে একজনকে গ্রেফতার করা হয়েছে।

মো. মীর হোসেন মাটিরাঙ্গা উপজেলার তবলছড়ি গৌরাঙ্গ পাড়ার বাসিন্দা আব্দুল মান্নান এর ছেলে।

শনিবার (৭ ডিসেম্বর) রাত ৩টায় শহরের গঞ্জপাড়া এলাকায় পুলিশ অভিযান পরিচালনা করে ছিনতাইয়ের সাথে জড়িত আসামিকে গ্রেফতার করে।

পুলিশ সূত্রে জানা যায়, ১৪ নভেম্বর রাত সাড়ে ১১টায় বিকাশ ব্যবসায়ী মেনন ধর বাড়ীর উদ্দেশ্যে রওয়ানা হলে খাগড়াছড়ি গেইট এর সামনে পাকা রাস্তার উপর পৌছাঁলে অজ্ঞাতনামা ৩ জন ব্যক্তি তাকে ছুরিকাঘাতসহ মারধর করে ব্যাগের ভিতর নগদ ২ লাখ ৫০ হাজার টাকা, মোবাইল ফোন, ট্যাবসহ ব্যাগটি ছিনতাই করে নিয়ে যায়। ওই ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি সদর থানায় গত ১৭ নভেম্বর মামলা রুজু হয়।

পুলিশ সূত্রে আরো দাবি করা হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করে যে তার অপর ২ সহযোগীসহ উক্ত ঘটনা সংঘটিত করেছে।

খাগড়াছড়ি পুলিশ সুপার আরেফিন জুয়েল জানান, দ্রুত আসামিকে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হবে।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীন এবং ঘটনার সাথে জড়িত অপর আসামিদেরকে গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

Please follow and like us:

Related Articles

Back to top button