আমার কৃষি আমার সাফল্য

রাজশাহীর চারঘাটে বিনা হাল চাষে রসুন চাষে ব্যস্ত কৃষক

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: রাজশাহীর চারঘাট উপজেলায় বিভিন্ন ইউনিয়নের শুরু হয়েছে বিনা হালে রসুন চাষ।

উপজেলা কৃষি অধিদপ্তর অনুযায়ী এ বছর রসুন আবাদ এর লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় ৬৯০ হেক্টর জমি। তবে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে এবছর উপজেলার প্রায় ৮৬০ হেক্টর জমিতে রসুন চাষ হচ্ছে বলে জানান উপজেলা কৃষিকর্মকর্তা। ফলে রসুন চাসে ব্যস্ত সময় পার করছেন উপজেলা কৃষকরা।

সরেজমিনে বরকতপুর গ্রামে গিয়ে দেখা যায় কৃষকরা রসুনের জমিতে কেউ পানি সেচ দিচ্ছে, সার দিচ্ছে আর কেউ কেউ জমি নিরানি দিচ্ছে। সাধারনত বরকতপুর গ্রামের জমিগুলো নিচু জমি হওয়ায় পানি নেমে গেলে পলি জমা কাদা মাটিতে কৃষকরা রসুনের চাষাবাদ করেন।

এই গ্রামের কৃষক রুবেল আলী বলেন কার্তিকমাসে সাধারনত পানি নেমে গেলে সাথি ফসল হিসেবে একসঙ্গে রসুন, পেয়াজ ও ভুট্রার চাষ করি। এবছরও আমি ভুট্রার সাথে আমি প্রায় ২ বিঘা জমিতে রসুন আবাদ করছি।

এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হোসেন বলেন বিনা হালে রসুন চাষ একটি লাভজনক ফসল। চাষাবাদ খরচ কম এবং পাশাপাশি সাথি ফসল থাকায় কৃষকরা অর্থনেতিকভাবে লাভবান হয়। ফলে প্রতিবছরই রসুন চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে।

Please follow and like us:

Related Articles

Back to top button