খবরাখবর

সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবস পালন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: “নারী-কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ্ব গড়ি” এশ্লোগান নিয়ে সিরাজগঞ্জে বেগম রোকেয়া দিবস ও আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ-২০২৪ উপলক্ষে সন্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে, সোমবার (৯ ডিসেম্বর) বেলা সোয়া ১১ টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত   পুলিশ সুপার মোঃ জিয়াউর রহমান, সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হোসেন প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়।

স্বাগত বক্তব্য রাখেন, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা এবং অনুষ্ঠান সঞ্চালনা করেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের প্রোগ্রাম অফিসার  ফাহিম আল আশরাফ এবং সার্বিক দায়িত্ব ছিলেন, ক্রেডিট সুপার ভাইজার বাবুল আক্তার।

এসময়ে এনডিপি এনজিওর উপ-পরিচালক (এমএন্ডই) কাজী মাসুদজ্জামান, ব্র্যাক জেলা সমন্বয়কারী মোঃ রইস উদ্দিন, মল্লিকা উন্নয়ন সংস্থা সিরাজগঞ্জের নির্বাহী পরিচালক  শিরীন ফেরদৌসী সুমি সহ বিভিন্ন প্রতিষ্ঠান এবং নারী সংগঠনের প্রধান কর্মকর্তাগণ, কন্যা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান পরিশেষে নারী ক্যাটাগরিতে সফলতা অর্জনকারী ৪ নারী জয়িতাকে  জেলা প্রশাসক তাদেরকে সন্মাননা স্মারক হাতে তুলে দেন।

Please follow and like us:

Related Articles

Back to top button