খবরাখবর

চারঘাটে অন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি: দুনীতির বিরুদ্ধে তারুণ্যের একতা,গড়বে আগামীর শুদ্ধতা এই স্লোগাানকে সামনে রেখে সোমবার (৯ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে চারঘাটে অন্তর্জাতিক দুনীতিবিরোধী দিবস উপলক্ষ্যে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও দুনীতি প্রতিরোধ কমিটি আয়োজনে র‌্যালি, মানববন্ধন এবং দুনীতি দমন ও প্রতিরোধে করনীয় শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা চত্বর থেকে একটি র‌্যালী বের হয়ে চারঘাট চৌরাস্তা মোড়ে মানববন্ধন অংশ নেন উপজেলা নির্বাহী অফিসার সানজিদা সুলতানা,উপজেলা সহকারী কমিশনার ভুমি কর্মকর্তা আরিফ হোসেন,উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সভাপতি ফজলুর রহামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সারওয়ারদ্দিন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোসাম্মৎ রাশেদা পারভীন, উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা সরকার এনায়েত কবির,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ লতিফ,উপজেলা তথ্যকেন্দ্র কর্মকর্তা ফাতিমা খাতুন, উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক রেজাউল করিম, চারঘাট প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা দুনীতি প্রতিরোধ কমিটির সিনিয়র সদস্য নজরুল ইসলাম বাচ্চু, মিঠু রানাসহ সকল সদস্যবৃন্দ, সরকারী দপ্তরের কর্মকর্তা ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button