খবরাখবর

সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: “দূর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতাঃ গড়বে শুদ্ধতা” এ প্রতিপাদ্য  নিয়ে- সিরাজগঞ্জে আন্তর্জাতিক দূর্নীতি বিরোধী দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় ।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের শহিদ এ.কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন, জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গনপতি রায়, সিরাজগঞ্জ জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী জেলা কমান্ড্যান্ট চন্দন দেবনাথ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার প্রমুখ।

এতে সভাপতিত্ব করেন,  দুদক ( সমন্বিত জেলা কার্যালয়) পাবনা’র সহকারী পরিচালক সাধন চন্দ্র সূত্রধর তিনি তার বক্তব্য বলেন, আপনারা দুর্নীতির সুনির্দিষ্ট প্রতিবেদন দেন আমরা দুর্নীতিকে ধ্বংস করে দিবো, দুর্নীতি করতে দেওয়া হবে না।

দুর্নীতি প্রতিরোধ কমিটি দুর্নীতির বিষয়ে সচেতনতা সৃষ্টির কাজ করছে, আর দুর্নীতি দমন কমিশন দুর্নীতির বিরুদ্ধে কার্যক্রম পরিচালনা করছে।

অনুষ্ঠানটি  সঞ্চালনা করেন, জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র  সহকারী কমিশনার রোমানা রিয়াজ।

এসময়ে জেলা প্রশাসক কার্যালয়ের অন্যান্য কর্মকর্তা, বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,  সুধীজন, স্কাউট, রোভার স্কাউটস, বিএনসিসির শিক্ষার্থী সহ অনেকে উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button