খবরাখবর
ফটিকছড়িতে পুকুরে ভাসছে মহিলার লাশ
ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে এক বৃদ্ধ মহিলার লাশ ভাসছে পুকুরে।
শনিবার (১৪ ডিসেম্বর) ফটিকছড়ি পৌরসভার ৭নং ওয়ার্ডে বারৈয়ারহাট জামে মসজিদের পুকুরে লাশটি ভেসে উঠে বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, মসজিদের পুকুরে বৃদ্ধ মহিলার লাশটি ভেসে উঠতে দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মাওলানা এহসান।
প্রাথমিকভাবে পাওয়া তথ্যমতে লাশটি একটি বৃদ্ধ মহিলার। সে উপজেলার সুন্দরপুর ইউপির ইউনুস মেম্বার বাড়ির বাসিন্দা বলে জানা গেছে।
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ নূর হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
Please follow and like us: