খবরাখবর

ফটিকছড়িতে ফার্মেসীতে অনুমোদহীন ও নিষিদ্ধ ওষুধ

ফটিকছড়ি প্রতিনিধি: ফটিকছড়িতে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে অনুমোদনহীন ও মেয়াদোত্তীর্ণ ওষুধ এবং ফিজিশিয়ান স্যাম্পল প্রদর্শণ, সংরক্ষণ ও বিক্রয় করার অপরাধে বিভিন্ন ফার্মেসীকে ৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত সাড়ে ৪ লক্ষ টাকার অনুমোদনবিহীন ওষুধ বিনষ্ট করা হয়েছে।

১৫ ডিসেম্বর উপজেলার নাজিরহাট ও বিবিরহাট বাজারে পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।

এছাড়া প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহায়তা প্রদান করেন চট্টগ্রাম জেলার ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম সোলতানুল আরেফিন।

অভিযানে চিকিৎসকের নমুনা ওষুধ,অনুমোদনহীন, ভেজাল ও নিষিদ্ধ ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে নাজিরহাটের জনকল্যাণ ফার্মেসীকে ২লাখ ও ফারুক মেডিকেল হলকে ১ লাখ টাকা,বিবিরহাটের জনসেবা ফার্মেসী ও করিম ড্রাগ হাউসকে ১লাখ টাকা করে ৪ ফার্মেসিকে মোট ৫ লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানসমূহ থেকে প্রায় সাড়ে ৪ লক্ষ টাকার অনুমোদনহীন, মেয়াদোত্তীর্ণ ওষুধ ও প্রসাধনী জব্দ করে ধ্বংস করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মেজবাহ উদ্দিন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ঔষধ প্রশাসনের সহযোগীতায় এ অভিযান চালানো হয়। অভিযানে চার ফার্মেসীকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত ওষুধ আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় ধ্বংস করা হয়।

এদিকে অভিযানের খবর পেয়ে অনেক ফার্মেসী মালিক দোকান বন্ধ করে পালিয়ে যেতে দিতে দেখা যায়। এসময় জনসাধারন এ অভিযানকে সাধুবাদ জানায় এবং অনেকে ফার্মেসীতে বেশি মূল্যে ওষুধ বিক্রি করার অভিযোগও করেন।

Please follow and like us:

Related Articles

Back to top button