খবরাখবর

বিজয় দিবসে ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাবের শ্রদ্ধা নিবেদন

ফটিকছড়ি প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে ফটিকছড়ি উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে নবনির্মিত স্মৃতিস্তম্ভে প্রেসক্লাবের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করেন।

এসময় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন,
আহমদ আলী চৌধুরী,এস এম আক্কাছ উদ্দিন,মোহাম্মদ সেলিম,মোহাম্মদ এনামুল হক,মোহাম্মদ রফিকুল ইসলাম,সালাউদ্দিন জিকু,মোহাম্মদ ইউছুপ আরাফাত,নুরুল আবছার নুরী,সাইফুল ইসলাম,মোহাম্মদ ওবাইদুল আকবর রুবেল প্রমুখ।

পুষ্পস্তবক অর্পণের পর নেতৃৃবৃন্দরা বলেন, বিজয় দিবস আমাদের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য গৌরব, যা আমাদের দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের পরিচায়ক। আমাদের শহীদ মুক্তিযোদ্ধারা যে আত্মত্যাগ করেছেন, তা কখনও ভুলা যাবে না। তাদের অবদান চিরকাল জাতির হৃদয়ে বেঁচে থাকবে।

তারা আরও বলেন, আমরা আজ যে স্বাধীন দেশে বসবাস করছি, তা শুধু আমাদের জন্য নয়, আগামী প্রজন্মের জন্যও সংগ্রামের ফল। আসুন, আমরা নিজেদের শপথ করি যে, দেশপ্রেমের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যাব এবং জাতির মুক্তিযুদ্ধের চেতনা কখনও ম্লান হতে দেব না।

অনুষ্ঠানের শেষে দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়, যাতে দেশের শান্তি, সমৃদ্ধি এবং মুক্তিযুদ্ধের চেতনার প্রতিফলন ঘটে।

Please follow and like us:

Related Articles

Back to top button