সিরাজগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন ও ডিপ্লোমা এগ্রিকালচারিষ্ট বিজয় দিবস পালন
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিউশন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখা ও ডিপ্লোমা এগ্রিকালচারিষ্ট এ্যসোসিয়েশ অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে, যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস পালন করা হয়।
দিবসটি পালন উপলক্ষে আয়োজিত কর্মসূচীর মধ্যে ছিলো, সোমবার (১৬ ডিসেম্বর) সূর্যোদয়ের সাথে সাথে অফিসে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের শুভসূচনা করা হয়। পরে ১৯৭১ খ্রিঃ মহান মুক্তিযুদ্ধের সকল শহিদদের স্মরণে সিরাজগঞ্জ শহরের প্রাণকেন্দ্র অবস্থিত মুক্তির সোপান পাশে বিজয় সৌধে বিজয় র্যালি প্রদর্শন ও পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের বিদেহী আত্মার মাগফেরাত, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য এবং জাতির শান্তি, সমৃদ্ধি ও অগ্রগতি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
এ মহান বিজয় দিবস পালনকালে, ডিপ্লোমা কৃষিবিদ ইন্সটিটিশন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক এস.এম. মেহেদী হাসান সহ অন্যান্য নেতৃবৃন্দ, ডিপ্লোমা এগ্রিকালচারিষ্ট এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ আজমল হক, সাধারণ সম্পাদক মোঃ আঃ সোবহান সরকার সহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।