মহান বিজয় দিবস উপলক্ষে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের শ্রদ্ধা
সুমন পল্লব, হাটহাজারী: মহান বিজয় দিবস উপলক্ষে হাটহাজারী সাংবাদিক ঐক্য পরিষদের শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকালে হাটহাজারী কেন্দ্রীয় শহিদ মিনারে পরিষদের নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে এ শ্রদ্ধা নিবেদন করেন।
এসময় সভাপতি মোঃ আসলাম পারভেজ, সাবেক সভাপতি নির্বাহী সদস্য শ্যামল নাথ, সহ সভাপতি জাহেদ মঞ্জু, সাধারণ সম্পাদক মোঃ বোরহান উদ্দিন, যুগ্ম সম্পাদক উজ্জ্বল নাথ, সহ সম্পাদক জাহিদুল আলম জাহিদ, সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ আবু নোমান, অর্থ সম্পাদক আবুল মনছুর, সাংস্কৃতিক সম্পাদক রিমন মুহুরী, দপ্তর সম্পাদক এইচ এম এরশাদ, প্রচার সম্পাদক মোঃ ওসমান গনি, ধর্ম বিষয়ক সম্পাদক সাহাবুদ্দীন সাইফ, মোঃ মহিউদ্দিন, মোঃ মুরসালিন উপস্থিত ছিলেন।
পুস্পস্তবক অর্পণ শেষে সংগঠনের কার্যালয়ে সভাপতি আসলাম পারভেজের সভাপতিত্বে ও অর্থ সম্পাদক আবুল মনছুরের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নেতৃৃবৃন্দরা বলেন, লাখো শহিদদের রক্তের বিনিময়ে পাওয়া দেশের সার্বভৌমত্ব ধরে রাখতে ঐক্যের বিকল্প নাই। যে সব শহিদ মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের কারণে দেশ পেয়েছি তাদের কখনো ভুলা যাবেনা। এ বিজয় দিবস আমাদের স্বাধীনতা সংগ্রামের এক অনন্য গৌরব, যা আমাদের দেশপ্রেম এবং জাতীয় ঐক্যের পরিচায়ক।