আগামী ২৩ ডিসেম্বর নাজিরহাটে মহিলা মাহফিল, প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ফটিকছড়ি প্রতিনিধি: বিশ্বঅলি শাহানশাহ্ হযরত মাওলানা শাহ্সুফি সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী (ক.) এর ৯৬তম খোশরোজ শরীফ মহান ১০ পৌষ উপলক্ষে আশেকানে গাউছিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার পক্ষে এক বিশেষ মহিলা মাহফিলের উদ্যোগ নেওয়া হয়েছে।
আগামী ২৩ ডিসেম্বর সোমবার সকাল ১০টা থেকে নাজিরহাট পৌরসভার চৌধুরী-ছকিনা কমিউনিটি সেন্টার মিলনায়তনে উক্ত মাহফিল অনুষ্ঠিত হবে।
মাহফিলে অনুষ্ঠান পরিচালনা ও শুভেচ্ছা বক্তব্য রাখবেন এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন আলোর পথের সিনিয়র সদস্য উম্মে আল আসফিয়া।
আলোচক হিসেবে উপস্থিত থাকবেন এস জেড এইচ এম ট্রাস্ট নিয়ন্ত্রণাধীন মহিলাদের আত্মজিজ্ঞাসা ও জ্ঞানানুশীলনমূলক সংগঠন
আলোর পথের সিনিয়র সদস্য এডভোকেট শাহজাদী ইয়াসমিন মুক্তা। সম্পূর্ণ মাহফিল মহিলা কতৃক পরিচালিত
হবে।
এদিকে মাহফিল উপলক্ষে সম্প্রতি এক প্রস্তুতি সভা আশেকানে গাউসিয়া হক ভাণ্ডারী নাজিরহাট শাখার সভাপতি বটন কুমার দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে উপস্থিত ছিলেন,হাজ্বী মোহাম্মদ ইউনুচ,মোহাম্মদ হারুন,মোহাম্মদ আকরাম,মোহাম্মদ আলী নেওয়াজ,পাঁচ কড়ি নাথ,মোহাম্মদ এয়াকুব,মোহাম্মদ হায়দার আলী,মোহাম্মদ নুরুল আবছার,মোহাম্মদ হারুন উর রশিদ,আবু তৈয়ব,নাজিম উদ্দিন,মোহাম্মদ আবুল বশর,নজরুল ইসলাম রুবেল,মোহাম্মদ ওবাইদুল আলম প্রমুখ।