খবরাখবর

বিজিবির অভিযানে খাগড়াছড়িতে ১২ অনুপ্রবেশকারী আটক

খাগড়াছড়ি প্রতিনিধি: খাগড়াছড়ি পার্বত্য জেলার রামগড় ব্যাটালিয়নের (৪৩ বিজিবি) সদস্যদের একটি টহল দলের অভিযানে অবৈধ পথে ভারতে অনুপ্রবেশ কালে সনাতনধর্মী ১২জন বাংলাদেশী নাগরিকদেরকে আটক করা হয়।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে নলুয়াটিলা বিওপির সদস্যরা ভারত বাংলাদেশ সীমান্ত হতে তাদের আটক করে।

আটককৃতরা হলো- মুক্তা দে (৪৩), ঈশিতা দত্ত (২৫), পুষ্পিতা দত্ত (২০), প্রদীপ কান্তি নাথ (৪৫), অর্নব কুমার দে (৩৭), রাজশ্রী দেবী (৪৩), গোপি নাথ (৫৭), তার স্ত্রী রুপালী রানী নাথ (৪৩), তাদের সন্তান কৃষ্ণ নাথ (২১), সঞ্জয় নাথ (৪০), তার সন্তান শ্রী দীব্বকৃষ্ণ নাথ (১২) ও অনির ঊর্ধ্ব দে (৪)।

আটকৃতরা চট্টগ্রাম জেলার ফটিকছড়ি ও মহেশখালী এলাকার বাসিন্দা বলে জানা যায়।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মধ্যরাতে নলুয়াটিলা বিওপির নাঃ সুবেঃ মোঃ ফরিদুল ইসলামের নেতৃত্বে একটি টহল দল ভারত- বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ কালে সনাতনধর্মী ১২জন বাংলাদেশী নাগরিকদেরকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিদের নিকটস্থ ভূজপুর থানায় হস্তান্তর করা হয়।

Please follow and like us:

Related Articles

Back to top button