খবরাখবর

হালদা থেকে বিপন্ন প্রজাতির গাঙ্গেয় প্রজাতির মৃত ডলফিন উদ্ধার

আমির হামজা, রাউজান: চট্টগ্রামের হালদা নদী থেকে একটি মৃত ডলফিন উদ্ধার করা হয়েছে।

বুধবার (১৮-ডিসেম্বর) সকাল ১১টার দিকে রাউজান উপজেলার পশ্চিম গুজরা ইউনিয়নের কাগতিয়া আজিমের ঘাট এলাকা দিয়ে নদীর পানিতে ভেসে যাওয়ার সময় স্থানীয়রা ডলফিনটি উদ্ধার করেন।

উদ্ধার হওয়া ডলফিনের ওজন প্রায় ১৪ কেজি। দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি।

এ ব্যাপারে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক কলেজের জীববিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান ও হালদা গবেষক ড.মো: শফিকুল ইসলাম বলেন, বুধবার সকালে আজিমার ঘাটের একটু নিচের দিকে পানিতে ভেসে যাওয়ার সময় একটি গাঙ্গেয় প্রজাতির মৃত্য ডলফিন উদ্ধার করা হয়। ডলফিনটির দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি এবং ওজন ১৩ দশমিক ৩৯০ কেজি।

তিনি আরও বলেন, হালদায় এই নিয়ে চলতি বছরে ৩ টি ডলফিনের মৃত্যু হয়েছে। এই পর্যন্ত নদীতে মোট মৃত উদ্ধার করা ডলফিনের সংখ্যা ৪২ টি। ডলফিনটি পঁচে যাওযায় এটিকে মাটি চাপা দেওয়া হয়েছে।

এ বিষয়ে রাউজান উপজেলা মৎস কর্মকর্তা মো. আলমগীর নদীতে ডলফিনের মৃত্যু বিষয়টি নিশ্চিত করেন। উদ্ধার করা ডলফিনটি নমুনা সংগ্রহ করে মাটিচাপা দেওয়া হয়েছে বলে তিনি জানান।

Please follow and like us:

Related Articles

Back to top button