সিরাজগঞ্জের বহুলীতে জমির বিরোধে একজনকে কুপিয়ে হত্যা
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে একজনকে মাথায় কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে সদর উপজেলার বহুলী বাজার এলাকায় এ ঘটনা ঘটে বলে সদর থানার এস,আই শাহিন মিয়া জানান।
নিহত বারী সেখ (৫৫) সদর উপজেলার বহুলী গ্রামের হাজী আব্দুর রহমানের ছেলে।
এস.আই. শাহিন মিয়া জানান, কিছুদিন আগে বহুলী গ্রামের নুরনবী জোরপূর্বক বারী সেখের কয়েকটি জমি দখল করে নেয় ।
এ নিয়ে উভয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিলো বৃহস্পতিবার রাত সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বহুলী বাজারের দিকে যাওয়ার পথে নুরনবী ও তাঁর লোকজন বারী সেখের ওপর অর্তকিতভাবে হামলা চালিয়ে মাথায় কুপিয়ে ও লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়।
আশংকাজনক অবস্থায় তাকে উদ্ধারের পর সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এরপর রাতেই উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়ার পথে সে মারা যায়।
এ ঘটনায় নিহতের ছেলে জাকির হোসেন বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেছেন।