কাপ্তাইয়ে সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের উদ্বোধন
নিজস্ব প্রতিনিধি, কাপ্তাই: বাংলাদেশ ফলিত পুষ্টি গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট (বারটান) এর আয়োজনে এবং কাপ্তাই উপজেলা কৃষি অফিসের সহযোগিতায় তিনদিনব্যাপী সু-স্বাস্থ্যের জন্য ফলিত পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা জোরদারকরণ প্রকল্পের বাস্তবায়নে রোববার (২২ ডিসেম্বর) সকালে কাপ্তাই উপজেলা বিআরডিবি হলরুমে এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ ইমরান আহমেদ এর সভাপতিত্বে প্রশিক্ষণ কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বারটান এর ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা কৃষিবিদ প্রিন্স বিশ্বাস।
উক্ত প্রশিক্ষণে এসএএও, উপজেলা বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকা, মহিলা বিষয়ক অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর এর কর্মকর্তা, তথ্য সেবা সহকারী, সাংবাদিক, ইমাম, পুরোহিত ও এনজিও কর্মী সহ ৩০ জন ব্যক্তি অংশগ্রহন করেন।
উক্ত প্রশিক্ষণে ফলিত পুষ্টি বিষয়ের উপর বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আলোচনা করা হয়।