খবরাখবর

জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডোর ২টি রানার্স ট্রফি অর্জন 

আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ: বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের আয়োজনে, ২১তম জাতীয় সিনিয়র-জুনিয়র  তায়কোয়ানডো প্রতিযোগিতায় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো ২ টি রানার্স ট্রফি  অর্জন করেছে।

জুনিয়র বিভাগে বিকেএসপি চ্যাম্পিয়ন, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা রানার আপ এবং জুনিয়র মহিলা বিভাগে চট্টগ্রাম জেলা ক্রীড়া  সংস্থা চ্যাম্পিয়ন এবং  সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা রানার আপ হয়।  বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় জাতীয় ক্রীড়া পরিষদ জিমন্যাসিয়ামে,শনিবার (২৮ ডিসেম্বর) তিনদিন ব্যাপি  প্রতিযোগিতার সমাপনী দিনে বিকেল ৪ টায়  পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মোঃ রেজাউল মাকছুদ জ্হেদী উপস্থিত থেকে বিজয়ী ও বিজিতদের মাঝে পুরস্কার  বিতরণ করেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোঃ আমিনুল ইসলাম, কুমিল্লা  জেলা জজ কোর্টের  পিপি,  অ্যাডভোকেট মোঃ কাইমুল হক।

উক্ত পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, ফেডারেশনের সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম রানা।

এছাড়াও অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ এ প্রতিযোগিতায় দেশের ১৭ টি জেলা ক্রীড়া সংস্থা সহ বাংলাদেশ সেনাবাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ, আনসার ও ভিডিপি,  বাংলাদেশ পুলিশ, বিকেএসপি বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৬০৫ জন পুরুষ ও মহিলা তায়কোয়ানডো খেলোয়াড় প্রতিযোগিতায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশ গ্রহণ করে। এসময়ে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার পক্ষে থেকে জুনিয়র মেয়ে বিভাগের মেয়ে -৪২ কেজি লাইলাতুল খুশবু স্বর্ণপদক -৪৪ কেজি রুপা খাতুন স্বর্ণপদক ৪৬ কেজি আফছানা মিমি  রোপ্য পদক +৪৯ কেজি পূজা উড়াও তাম্র পদক। জুনিয়র ছেলে-৫০ কেজি আতিক হাসান স্বর্ণ পদক-৫৫কেজি

শাহানুর ইসলাম রৌপ্য পদক-৬০ কেজি

শামছুল ইসলাম তাম্র পদক  সিনিয়র মেয়ে-৪৬ কেজি নাদিয়া খাতুন তাম্র পদক ৭৩ কেজি

জান্নাতুল করিম রৌপ্য পদক সিনিয়র ছেলে- ৫৪ কেজি আকাশ আহমেদ তাম্র পদক অর্জন করে এবং অনুষ্ঠানে সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার ও  এডহক কমিটির  সদস্যসচিব মোঃ নূরে এলাহী, সিরাজগঞ্জ জেলা তায়কোয়ানডোর কোচ মোঃ বাবুল হোসেন, ম্যানেজার সালাউদ্দিন তন্ময় সহ খোলোয়াড়রা উপস্থিত ছিলেন।

Please follow and like us:

Related Articles

Back to top button